হেফাজতে ইসলামের নেতা আল্লামা জুনায়েদ বাবুনগরী সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) মন্তব্যের জন্যে লিখিতভাবে দুঃখ প্রকাশ করেছেন পুরাণবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার।
অধ্যক্ষ রতন মজুমদার লিখিত পত্রে উল্লেখ করেন, ‘গত ৬ অক্টোবর আমার ফেইসবুক আইডি থেকে সম্মানিত আলেম জনাব আল্লামা জুনায়েদ বাবুনগরী সম্পর্কে যে মন্তব্য প্রচারিত হয়েছে তার জন্যে আমি খুবই মর্মাহত ও লজ্জিত। বিষয়টি আপনাদের ক্ষুব্ধ করেছে সেটি আমি বুঝতে পেরেছি, যা আমাকে প্রতিনিয়ত পীড়া দিচ্ছে। এ বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্যে সম্মানিত মুসলিম ভাই এবং শ্রদ্ধেয় বাবুনগরী ও তাঁর অনুসারীদের বিনীত অনুরোধ করছি। ভবিষ্যতে এ ধরনের মন্তব্য থেকে আমি বিরত থাকবো’।

শুক্রবার সন্ধ্যায় চাঁদপুরে হেফাজত ইসলামের নেতৃবৃন্দ, আওয়ামী লীগ নেতৃবৃন্দ, স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা এবং অধ্যক্ষ রতন কুমার মজুমদারের উপস্থিতিতে এক বৈঠকে বিষয়টির শান্তিপূর্ণ ও সুষ্ঠু সমাধান হয়।

করেসপন্ডেট,৩১ অক্টোবর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur