Home / জাতীয় / রাজনীতি / জাসদের পার্লামেন্টরী বোর্ডের সভা আজ
jsd

জাসদের পার্লামেন্টরী বোর্ডের সভা আজ

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) পার্লামেন্টারী বোর্ডের সভা আজ বৃহস্পতিবার সকাল ১১টায় দলের কেন্দ্রিয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
দলের মনোনয়ন প্রত্যাশীদের আবেদন যাচাই-বাছাই এবং প্রয়োজনে প্রার্থীদের সাক্ষাতকার নিয়ে মনোনয়ন বোর্ড দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর তালিকা চূড়ান্ত করবে। মনোনয়ন বোর্ডের সভায় সভাপতিত্ব করবেন দলীয় সভাপতি ও মনোনয়ন বোর্ডের সভাপতি হাসানুল হক ইনু।

উল্লেখ্য, ১৮ থেকে ২১ নভেম্বর পর্যন্ত চারদিনব্যাপি জাসদের মনোনয়ন প্রত্যাশীদের কাছে দলীয় মনোনয়ন পত্র বিক্রি করা হয়। চারদিনে স্বশরীরে ও অনলাইনে জাসদের ৩৯১ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

শেষ দিনে মঙ্গলবার যারা মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন তাদের মধ্যে রয়েছেন নোয়খালী-৫ আসনে মোহাম্মদ মকছুদার রহমান মানিক, মৌলভীবাজার-২ আসনে নিহার বেগম,নোয়াখালী-৪ আসনে এস এম রহিম উল্যাহ, টাঙ্গাইল-৬ আসনে এস এম আবু মোস্তফা,মুন্সিগঞ্জ-১ আসনে এডভোকেট নাসিরুজ্জামান,বরিশাল-৫ আসনে একে এম মনিরুল আলম,রাজশাহী-২ মো. আমিরুর কবির, দিনাজপুর-৬ শাহ আলম বিশ্বাস, গোলালগঞ্জ-১ মো.কায়েকুজ্জামান, গোলালগঞ্জ-২ শেখ মাসুদার রহমান, মাদারীপুর-২ সালাইউদ্দিন খান, সুনামগঞ্জ-৫, আলাউদ্দিন মুক্তা, চুয়াডাঙ্গা-২, আকসিজুল ইসলাম রতন, পাবনা-৫ আলহাজ্ব আফজাল হোসেন রাজা ও চট্টগ্রাম-৮ শ্যামল বিশ্বাস।

২২ নভেম্বর ২০২৩
এজি