মুজিববর্ষ উপলক্ষে কুমিল্লার সেনানিবাসের ময়নামতি গল্ফ এন্ড কান্ট্রি ক্লাবে শুরু হয়েছে ১ম সাইফ পাওয়ারটেক নববর্ষ কাপ গলফ টুর্নামেন্ট-২০২১। টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন ব্রিগেডিয়ার আকবর খান, রানার আপ হয়েছেন লেফ্টেনেন্ট কর্ণেল মাহমুদ, বেস্ট গ্রস বিজয়ী হয়েছেন তাসলিম কারার এবং মহিলাদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছেন মিসেস নাইমুল ইসলাম।
শুক্রবার সকালে খেলার উদ্বোধন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি ময়নামতি গলফ এন্ড কান্ট্রি ক্লাবের প্রেসিডেন্ট ও ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোঃ জাহাঙ্গীর হারুন, এসজিপি, এনডিসি, এফডবিøউসি, পিএসসি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন, ময়নামতি গল্ফ এন্ড কান্ট্রি ক্লাবের সদস্য সচিব লেফ্টেনান্ট কর্ণেল মোঃ কামরুজ্জামান পাভেল।
এসময় সেনানিবাসের পদস্থ কর্মকর্তা, গল্ফার এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
টুর্ণামেন্টের উদ্বোধন এবং ফাইনাল খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ময়নামতি গল্ফ এন্ড কান্ট্রি ক্লাবের প্রেসিডেন্ট ও ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোঃ জাহাঙ্গীর হারুন।
টুর্ণামেন্টে কুমিল্লাসহ বাংলাদেশের বিভিন্ন গল্ফ ক্লাবের শতাধিক গল্ফার অংশ নেন।
প্রতিবেদক : জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা ব্যুরো: ০২ এপ্রিল ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur