Home / চাঁদপুর / পরীক্ষা পেছানোর দাবিতে চাঁদপুরে শিক্ষার্থীদের মানববন্ধন
পরীক্ষা পেছানোর দাবিতে চাঁদপুরে শিক্ষার্থীদের মানববন্ধন

পরীক্ষা পেছানোর দাবিতে চাঁদপুরে শিক্ষার্থীদের মানববন্ধন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘মনগড়া সিদ্ধান্ত’ অনার্স ৩য় বর্ষের পরীক্ষা পেছানোর দাবিতে মানববন্ধন করেছে চাঁদপুর সরকারি কলেজের শিক্ষার্থীরা।

রোববার সকালে চাঁদপুর সরকারি কলেজ গেইটের সামনে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অবস্থান নেয়।

এ সময় শিক্ষার্থীরা বলেন, আমাদের ৩য় বর্ষের পরীক্ষার জন্যে যেখানে প্রায় এক বছর সময় পাওয়ার কথা সেখানে সময় পেয়েছি মাত্র ৪ থেকে ৫ মাস। আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের মনগড়া সিদ্ধান্ত মানি না, মানবো না।

তারা আরো বলেন, আমরা চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষের কাছে স্মারকলিপি দিয়েছি। যদি এই আনন্দোলনের কোনো পদক্ষেপ গ্রহণ না করে তাহলে পরবর্তীতে অবস্থান কর্মসূচিসহ আরো কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে।

মানববন্ধন শেষে বক্তব্য রাখেন কলেজের প্রাণিবিদ্যা বিভাগের ছাত্র রোকনুজ্জামান বাদল, হিসাববিজ্ঞান বিভাগের ছাত্র সাইফুল ইসলাম, ফাহাদ, ভূগোল বিভাগের সালমা খাতুন, উদ্ভিদ বিভাগের মো. শাহজালাল, ব্যবস্থাপনা বিভাগের মঞ্জুর হাসান, গণিত বিভাগের মো. রুবেল। পরে ৩য়বর্ষের শিক্ষার্থীরা কলেজের অধ্যক্ষের কাছে স্মারকলিপি প্রদান করে।

আনোয়ারুল হক, স্টাফ করেসপন্ডেন্ট

|| আপডেট: ০৯:০৫ পিএম, ০৩ জানুয়ারি ২০১৬, রোববার

এমআরআর