Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / আজ মতলবে আসছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম
পরিকল্পনা প্রতিমন্ত্রী

আজ মতলবে আসছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম

একুশে পদক প্রাপ্ত, বরেণ্য অর্থনীতিবিদ, মতলবের গৌরব, বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শামসুল আলম (মোহন) দুইদিনের সফরে ২৫ আগস্ট বুধবার চাঁদপুরের মতলবে আসছেন।

প্রথম দিন থাকবেন মতলব উত্তর ও দক্ষিণ উপজেলায়। পরেদিন ২৬ আগস্ট চাঁদপুরে বিভিন্ন রাষ্ট্রীয় কর্মসূচিতে যোগদান করবেন। এ বিষয়ে প্রতিমন্ত্রীর একান্ত সচিব মোঃ আবদুল আজিজ একটি অফিস আদেশ জারি করেছেন। মঙ্গলবার মতলব উত্তর থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল বিষয়টি নিশ্চিত করেন।

প্রতিমন্ত্রীর আগমনে মতলবের নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের মাঝে মতলবের আনন্দ-উল্লাস দেখা যাচ্ছে।

জানা যায়, সরকারের উন্নয়ন প্রকল্পগুলোর চলমান অগ্রগতির পর্যালোচনা, ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার সম্ভাব্যতা যাচাই ও বিশ্লেষণে প্রশাসনের অন্যান্য কর্মকর্তা থেকে তথ্য- উপাত্ত নেওয়া ও এলাকার মাঠ অভিজ্ঞতা শোনার জন্য প্রতিমন্ত্রী এ সফরে আসছেন।

তিনি ২৫ আগস্ট বুধবার সকাল ৮ টার দিকে ঢাকার সরকারি বাসভবন থেকে চাঁদপুর জেলার তার নিজ উপজেলা মতলব উত্তরের উদ্দেশ্য রনা করবেন। ১০.৩০ টার দিকে মতলব উত্তর উপজেলার পশ্চিম ইসলামাবাদ গ্রামে নিজ বাড়িতে অবস্থান করবেন। ১১ টার দিকে মতলব উত্তর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় যোগ দিবেন। ১২ টার দিকে স্থানীয় জনপ্রতিনিধিদের মতবিনিময় ও দুপুর ২ টার দিকে মতলব দক্ষিণ উপজেলার উদ্দেশ্যে যাত্রা করবেন। ২.৩০ টার দিকে মতলব দক্ষিণ উপজেলা পরিষদে সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় এবং ৩.৩০ টার দিকে মতলব দক্ষিণের স্থানীয় জনপ্রতিনিধিদের মতবিনিময় সভা শেষে বিকাল সাড়ে ৪ টার দিকে চাঁদপুরের উদ্দেশ্যে যাত্রা করবেন এবং ৫ টার দিকে চাঁদপুর সার্কিট হাউসে অবস্থান করবেন ।

পরদিন ২৬ আগস্ট বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিবেন। ১২ টার দিকে সময় চাঁদপুর বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তাবিত স্থান পরিদর্শন ও চাঁদপুর শহর রক্ষা বাঁধের সর্বশেষ পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। বেলা ২.৩০ টার দিকে সার্কিট হাউসে চাঁদপুরের জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় এবং বিকাল ৪ টার দিকে চাঁদপুর ত্যাগ করে ঢাকার সরকারি বাসভবনের উদ্দেশ্যে রওয়ানা করবেন।

প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত হওয়ার পর ড. শামসুল আলম এর চাঁদপুর ও মতলবে এটাই প্রথম সফর। গত ১৮ জুলাই তিনি পরিকল্পনা প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।

এদিকে পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শামসুল আলম (মোহন) দুইদিনের সফরে মতলবের নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের মাঝে আনন্দ-উল্লাস দেখা যাচ্ছে। এলাকার রাস্তা-ঘাট, বাজার ও বিভিন্ন প্রতিষ্ঠানের দেয়ালে বেনার, ফেষ্টুন ও তোরণ শুভেচ্ছাসহ শোভা পাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক