Home / উপজেলা সংবাদ / পদ্মার পানি বিপদসীমার ১৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত
Padma river
পদ্মা নদী

পদ্মার পানি বিপদসীমার ১৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত

চাঁদপুর টাইমস, ডেস্ক:

মুন্সীগঞ্জে পদ্মার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নদী তীরের নিচু এলাকার ২০ টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে ওই ২০ টি গ্রামের হাজার হাজার মানুষ। গত ২৪ ঘণ্টায় ৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে মুন্সীগঞ্জের শ্রীনগরের ভাগ্যকূল পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ১৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়,আরও কয়েকদিন পানি বৃদ্ধি অব্যাহত থাকবে বলে ধারনা করা হচ্ছে। এদিকে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় পদ্মা তীরের কয়েকটি এলাকায় তীব্র স্রোতের কারণে নদী ভাঙন দেখা দিয়েছে। মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া কুমারভোগে পদ্মা সেতু প্রকল্পের কনস্ট্রাকশন ইয়ার্ডের ভাঙ্গন অব্যাহত থাকায় হুমকিতে রয়েছে পুরো কনস্ট্রাকশন ইয়ার্ডসহ পদ্মা সেতু প্রকল্পের বিভিন্ন সরঞ্জাম ও স্থাপনা