Home / সারাদেশ / পদ্মার ইলিশের কদর বেশি কর্ণফুলীর পাড়ে !
Hilsha fish
ফাইল ছবি

পদ্মার ইলিশের কদর বেশি কর্ণফুলীর পাড়ে !

‘মাছের রাজা’ ইলিশের ভর মৌসুম চলছে। জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে রুপালি ইলিশ। ভোজনবিলাসী ‘চাটগাঁইয়ারাও’ ইলিশের লোভনীয় স্বাদ নিতে ছুটছেন নগরের মাছের বাজারে। তবে সবার পছন্দের শীর্ষে পদ্মার ইলিশ।

মাছ ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, নগরের কাঁচাবাজারগুলোতে সাধারণত দুই জায়গার ইলিশ পাওয়া যায়। এর মধ্যে ইলিশের বড় চালান আসে চাঁদপুর থেকে। কিছু আসে চট্টগ্রামের ফিরিঙ্গিবাজার ফিশারিঘাট ও কাট্টলী সৈকত এলাকা থেকে।

চাঁদপুর থেকে আসা পদ্মার ইলিশ স্বাদে অনন্য হওয়ায় ক্রেতাদের কাছে এর চাহিদা থাকে বেশি। ফলে দামও থাকে বাড়তি। অন্যদিকে কাট্টলী সৈকত ও ফিশারিঘাট এলাকার ইলিশের তেমন স্বাদ না থাকায় চাহিদা কম।

নগরের ফিশারি ঘাটের আড়তদার হারুনুর রশিদ বলেন, ভর মৌসুমে ফিশারি ঘাটে প্রতিদিন ৩৫০-৪০০ কেজি ইলিশ বেচা-কেনা হয়। এর মধ্যে ৩০০-৩৫০ কেজি ইলিশই চাঁদপুর থেকে আসে।

তিনি বলেন, চট্টগ্রামের মাছের বাজারগুলোতে এখন প্রতিদিন ৫০০ কেজি ইলিশের চাহিদা রয়েছে। কিন্তু সে তুলনায় জোগান কম থাকায় এবার অন্যান্য বছরের তুলনায় ইলিশের দাম একটু বাড়তি। এজন্য বৈরী আবহাওয়াকে দায়ী করেন মাছের এ আড়তদার।

রোববার (০২ সেপ্টেম্বর) সকালে নগরের কয়েকটি কাঁচাবাজার ঘুরে দেখা গেছে চাঁদপুর থেকে আনা ৬০০-৭০০ গ্রাম ওজনের ইলিশ কেজি প্রতি ৯০০ টাকায়, ১ কেজি ওজনের ইলিশ কেজি প্রতি ১ হাজার ২০০ টাকায়, দেড় কেজি ওজনের ইলিশ ১ হাজার ৭০০ থেকে ১ হাজার ৮০০ টাকায়, দুই কেজি ওজনের ইলিশ ২ হাজার ৪০০ টাকায়, ৩ কেজি ওজনের ইলিশ ৩ হাজার টাকায় বিক্রি হচ্ছে।

কাট্টলী সৈকত এলাকা থেকে আনা ৬০০-৭০০ গ্রাম ওজনের ইলিশ কেজি প্রতি ৬৫০ টাকায়, ১ কেজি ওজনের ইলিশ কেজি প্রতি ৮০০ টাকায়, দেড় কেজি ওজনের ইলিশ ৯০০ টাকায় টাকায় বিক্রি হচ্ছে।

কাজীর দেউড়ি বাজারের মাছ বিক্রেতা জাকের হোসেন বলেন, ঈদুল আজহার বন্ধের পর মাছের বাজার এখন সরগরম। ক্রেতারা অন্যান্য মাছের চেয়ে ইলিশই চাইছেন বেশি। তবে দাম একটু বাড়তি থাকায় বিক্রিতে কিছুটা সমস্যা হচ্ছে।

৩ কেজি ৩০০ গ্রাম ওজনের একটি ইলিশ বিক্রি হয়েছে ৯ হাজার ৯০০ টাকায়! ছবি: বাংলানিউজ১০ হাজারে বিক্রি হলো ইলিশ!

কাজীর দেউড়ি বাজারে ৩ কেজি ৩০০ গ্রাম ওজনের একটি ইলিশ বিক্রি হয়েছে ৯ হাজার ৯০০ টাকায়!

বিক্রেতা মিজানুর রহমান বলেন, চাঁদপুর থেকে আনা ইলিশটি কেজি প্রতি ৩ হাজার টাকায় বিক্রি হয়েছে। সে হিসাবে ৩ কেজি ৩০০ গ্রাম ওজনের ইলিশটির দাম পড়েছে ৯ হাজার ৯০০ টাকা।
(বাংলানিউজ)

বার্তা কক্ষ

Leave a Reply