Home / আন্তর্জাতিক / নোবেল বিজয়ীদের নাম ঘোষণা শুরু আজ
Nobal-Prize_

নোবেল বিজয়ীদের নাম ঘোষণা শুরু আজ

প্রতিবছর নোবেল বিজয়ীদের নাম অক্টোবরের প্রথম সোমবারে ঘোষণা করা হয়ে থাকে। সে হিসেবে আজ থেকে শুরু হচ্ছে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা।

নোবেল কমিটির ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, প্রথম দিন সোমবার ৩ অক্টোবর চিকিৎসাশাস্ত্রে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হবে। এরপর মঙ্গলবার ৪ অক্টোবর পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হবে। পরদিন বুধবার ৫ অক্টোবর রসায়নে নোবেল বিজয়ীর নাম, বৃহস্পতিবার ৬ অক্টোবর সাহিত্য এবং শুক্রবার ৭ অক্টোবর শান্তিতে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে হবে।

মাঝে শনি ও রোববার বিরতি দিয়ে সোমবার ১০ অক্টোবর শেষদিন অর্থনীতিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হবে।

২০২২ সালের বিজয়ীদের সঙ্গে ২০২০ ও ২০২১ সালের বিজয়ীদেরও আগামী ডিসেম্বরে সুইডেনের স্টকহোমে নোবেল সপ্তাহে আমন্ত্রণ জানিয়েছে নোবেল ফাউন্ডেশন।

উল্লেখ্য,সুইডিশ বিজ্ঞানী ও ব্যবসায়ী আলফ্রেড নোবেলের সম্পদের উইল অনুসারে নোবেল ফাউন্ডেশন গঠন করা হয়। ১৯০১ সাল থেকে এই ফাউন্ডেশন মানবসেবার বিভিন্ন ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে পুরস্কার দিয়ে আসছে।

অক্টোবর ৩ , ২০২২
এজি