Home / বিনোদন / নোংরা হয়ে গেছে, দূরে থাকাই ভালো : ববিতা
নোংরা হয়ে গেছে, দূরে থাকাই ভালো : ববিতা

নোংরা হয়ে গেছে, দূরে থাকাই ভালো : ববিতা

আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অভিনেত্রী ববিতা কানাডার উদ্দেশ্যে গত রাতে ঢাকা ত্যাগ করেছেন। সেখানে ছেলে অনিক ইসলামের কাছে দেড় মাস থাকবেন তিনি। এ বছরেরই মে মাসে ছেলে অনিকের কাছে গিয়েছিলেন তিনি। সেখানে প্রায় চার মাস অবস্থান করে ৮ আগস্ট দেশে ফিরে আসেন ববিতা। এরপর তিন মাস তিনি দেশে অবস্থান করেন এবং চলচ্চিত্রের কিছু কাজ করেন।

নায়িকা ববিতা এনটিভি অনলাইনকে বলেন, ‘কানাডা তো আমার সেকেন্ড হোম। তিন মাস হয়ে গেল অনিকের সঙ্গে দেখা হচ্ছে না। ওকে খুব দেখতে মন চাইছে, তাই কানাডা যাচ্ছি। আর সেখানে মাস দেড়েক থাকব। এরপর আবার দেশে ফিরব।’

নতুন ছবিতে শুটিং করার কথা ছিল আগামী মাসের ১ তারিখ থেকে, এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন , ‘আসলে অভিনয়ের বিষয়ে আমার সাথে কারো কোনো কথা হয়নি। পত্রিকায় দেখেছি, আমি নাকি নতুন ছবিতে অভিনয় করছি। আমার কাছে অবাক লাগে গণমাধ্যমে নিউজ হয়ে গেল আর আমিই জানি না ছবিতে কাজ করছি। আসলে আমার মনে হয় চলচ্চিত্রের অনেক বিষয়ই নোংরা হয়ে গেছে। এসব থেকে দূরে থাকাই ভালো। কানাডা থেকে ফিরে যদি কারো কোনো ছবিতে অভিনয়ের বিষয়ে কথা হয়, আমি নিজেই গণমাধ্যমকে জানাব। তবে ভালো ছবি, ভালো চরিত্র , ভালো মেকার, ভালো প্রোডাকশন পেলে মৃত্যুর আগ পর্যন্ত অভিনয় করতে চাই।’

নায়িকা হিসেবে ববিতার আত্মপ্রকাশ ঘটে ‘শেষ পর্যন্ত’ ছবির মাধ্যমে। তিনি ববিতা নাম ধারণ করেন জহির রায়হানের ‘জ্বলতে সুরুজ কি নিচে’ ছবির মাধ্যমে। ববিতা সত্যজিৎ রায়ের ছবি ‘অশনি সংকেত’ ছবিতে অভিনয় করে আন্তর্জাতিকভাবে প্রশংসিত হন।

তিনি ২৫০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। আর এর মধ্যে ‘বাদী থেকে বেগম’ (১৯৭৫), ‘নয়নমণি’ (১৯৭৬), ‘বসুন্ধরা’ (১৯৭৭), ‘রামের সুমতি’ (১৯৮৫) এবং ‘পোকামাকড়ের ঘর বসতি’ (১৯৯৬) ছবির জন্য সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। ববিতা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি নারগিস আক্তারের ‘পুত্র এখন পয়সাওয়ালা।’

নিউজ ডেস্ক ।। আপডেট: ০8:4০ পিএম, ২১ নভেম্বর ২০১৫, শনিবার