Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / মতলবে ৫ ড্রেজার ও বলগেট জব্দ : আড়াই লাখ টাকা জরিমানা
Bolgate

মতলবে ৫ ড্রেজার ও বলগেট জব্দ : আড়াই লাখ টাকা জরিমানা

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ও মোহনপুর ইউনিয়নের নাছিরাকান্দি এলাকার মেঘনা নদীতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালি উত্তোলনের অভিযোগে ৫টি ড্রেজার, ১টি বলগেটসহ ১২ শ্রমিককে আটক করা হয়।

মঙ্গলবার (২১ নভেম্বর) রাত সাড়ে ৯ টার ৫ ড্রেজার ও ১ বলগেটকে জরিমানা করে আটকৃতদের ছেড়ে দেয়া হয়।

জব্দকৃত ড্রেজার ও বলগেট হলো-এমভি ’মা ড্রেজিং প্রকল্প-১,খাজা এনায়েতপুরী, কাশফুল ড্রেজিং প্রকল্প-১, খাজা আজমীর, ও এমভি জিএনএস নামের একটি বলগেট,।

এদিকে মঙ্গলবার রাত সাড়ে ৯টার সময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কার্যালয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার আটক ৫ ড্রেজারকে ৫০ হাজার টাকা করে মোট আড়াই লাখ টাকা এবং ১ বল গেটকে ১০ টাকা মোট ২ লাখ ৬০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

জানা যায়, মেঘনার ভাঙ্গন থেকে মেঘনা ধনাগোদা সেচ প্রকল্প, সরকারের হাতে নেওয়া অর্থনৈতিক জোন এবং উপজেলার মোহনপুর,এখলাছপু, দশানী,ষাটনল,জহিরাবাদ আমিরাবাদ এবং চরাঞ্চলকে পদ্মা-মেঘনার ভাঙ্গন থেকে রক্ষা করার জন্য দুর্যোগ ব্যবস্থা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপি মেঘনা নদীতে ড্রেজার দিয়ে বালি উত্তোলন বন্ধের জন্য অনেক আগেই নির্দেশনা দিয়েছেন।

আটক ড্রেজার ও বলগেটগুলো এ রিপোর্ট লেখা পর্যন্ত মোহনপুর নৌ-পলিশফাঁড়ির পুলিশের তত্ত্ববধানে রয়েছে।

খান মোহাম্মদ কামাল
: আপডেট, বাংলাদেশ ১১ : ০৩ পিএম, ২১ নভেম্বর, ২০১৭ মঙ্গলবার
ডিএইচ

Leave a Reply