Home / জাতীয় / রাজনীতি / ‘নির্বাচনের পরিবেশ আতঙ্কগ্রস্ত’ (ভিডিওসহ)
‘নির্বাচনের পরিবেশ আতঙ্কগ্রস্ত’ (ভিডিওসহ)

‘নির্বাচনের পরিবেশ আতঙ্কগ্রস্ত’ (ভিডিওসহ)

সরকার দলের লোকেরা নির্বাচনী পরিবেশ আতঙ্কগ্রস্ত করে তুলেছে এমন অভিযোগ করে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অবস্থা দৃষ্টে মনে হচ্ছে কমিশন ডিসকাউন্ট রেটে নয়, একদম বিনা পয়সায় শাসক দলের অশুভ ইচ্ছার কাছে নির্বাচনী পরিবেশ বিক্রি করে দিয়েছে।

বৃহস্পতিার সকাল ১১টায় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, নির্বাচন কমিশন কর্তৃক জনগণকে অন্ধের হাতি দেখিয়ে লাভ নেই। কারণ জনগণের চোখ সদা জাগ্রত। বাংলাদেশের মাটিতে সৈরতন্ত্রের যে বিভৎস আত্মপ্রকাশ ঘটেছে তাকে ঠেকিয়ে শান্তিপূর্ণ স্বচ্ছ এবং ভয় মুক্ত নির্বাচন করার দায়িত্ব নির্বাচক কমিশনের। তা না হলে কমিশনের জেনে শুনে বিষ পান করার মতই বিষয়টি দাঁড়াবে।

সরকারের সকল চক্রান্ত জুলুম নির্যাতন ঐক্যবদ্ধভাবে প্রতিহত করে আগামী পৌর নির্বাচনে ভোট দিতে জনগণের প্রতি আহ্বান জানান বিএনপির এই শীর্ষ নেতা।

নিউজ ডেস্ক ।। আপডেট : ১২:২০ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৫, বৃহস্পতিবার
ডিএইচ