Home / জাতীয় / রাজনীতি / ‘পাকিস্তানের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে গেছে’

‘পাকিস্তানের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে গেছে’

১৯৭১ সালে পাকিস্তানের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ।

সাভারের জাতীয় স্মৃতিসৌধে জাতীর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে বাংলাদেশের সাথে পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

হানিফ বলেন, পাকিস্তান বর্তমানে একটি ব্যর্থ রাষ্ট্র। আর একটি ব্যর্থ রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক থাকা না থাকা অর্থহীন। এ প্রসঙ্গে আর কথা বলারও যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেন তিনি।

হানিফ বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আমরা পাকিস্তানকে পরাজিত করলেও দীর্ঘদিন ধরে এদেশে তাদের শিকড় অশুভ তৎপরতা চালিয়ে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিনষ্ট করার চেষ্টা বার বার করে যাচ্ছে। তাই যুদ্ধাপরাধীদের বিচার না হওয়া পর্যন্ত ত্রিশ লক্ষ শহীদের আত্মার অভিশাপ থেকে জাতি মুক্ত হওয়ার কোনো সুযোগ ছিল না।

যুদ্ধাপরাধীদের বিচার কাজ সফল হওয়ায় ত্রিশ লক্ষ শহীদের আত্মার অভিশাপ থেকে জাতি মুক্ত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

নিউজ ডেস্ক ।। আপডেট : ১২:৪০ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৫, বৃহস্পতিবার
ডিএইচ