Home / চাঁদপুর / অনেক দপ্তরের কর্মকর্তা চাঁদপুরে আসেন ঘুমাতে : জেলা প্রশাসক
sommelon room dc office

অনেক দপ্তরের কর্মকর্তা চাঁদপুরে আসেন ঘুমাতে : জেলা প্রশাসক

চাঁদপুর জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল বলেছেন, অনেক দপ্তর কর্মকর্তা চাঁদপুরে আসেন ঘুমাতে। এর মধ্যে অন্যতম একটি হল গণপূর্ত বিভাগ। রাস্তা-ঘাটের বেহাল দশার ফলে জনগণ আজ অতিষ্ঠ। তাই সংশ্লিষ্ট দপ্তরগুলো অতি শিঘ্রই জনগনের ভোগান্তি কমাতে রাস্তা-ঘাটের কাজগুলো শেষ করতে হবে।

রোববার (১৭ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দ্রব্যমূল্য প্রসঙ্গে তিনি বলেন, ‘বাজারগুলোতে কিছু সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি করা হচ্ছে। সেই বিষয়ে বাজার মনিটরিং করা হবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে কোন ছাড় দেয়া হবে না।

কৃষি বিভাগ নিয়ে জেলা প্রশাসক বলেন, এ বছর অসময়ে বৃষ্টির কারণে আলুর ব্যাপক ক্ষতি হয়েছে। তাই আমাদের লক্ষ্যমাত্রা অর্জিত হবে না। কোন জমি যেন খালি না থাকে সেই বিষয়ে জেলা কৃষি কর্মকর্তা কৃষকদের সাথে পরামর্শ করে ব্যবস্থা নিবেন।

জেলা প্রশাসক বলেন, ‘জনগণের সেবায় স্বার্থে কর্মকর্তাদের কাজ করতে হবে। সামনে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি সময় প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে শতভাগ শিশু যেনো নির্দিষ্ট সময়ের মধ্যে ভর্তি হয় তা নিশ্চিত করতে হবে। চাল-পিঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করতে হবে।’

সভার শুরুতে বিগত মাসের কার্যবিবরণী পাঠ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান ।

এর পর শুরু হয় সমস্যা ও উন্নয়ন কাজের ওপর মুক্ত আলোচনা। স্ব স্ব বিভাগের কর্মকর্তাগণ তাদের কার্যক্রমের বিভিন্ন দিক ও বর্তমান অবস্থা তুলে ধরেন।

এ সময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এমএ ওয়াদুদ,পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা আবু রায়হান,ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. সফিকুল ইসলাম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী জিএম মজিবুর রহমান, আনসার ও ভিডিপির জেলা কমান্ডেট এএসএম আজিম উদ্দিন, জেলা মৎস্য কর্মকর্তা সফিকুর রহমান, মেঘনা-ধনাগোদা বিভাগের নির্বাহী প্রকৌশলী আতাউর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মাহমুদ কবির চৌধুরী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আলী আহম্মদ, জেলা শিক্ষা অফিসার মো.ইউনুছ ফারুকী,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো.খোরশেদ আলম,যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো.সামসুজ্জামান,পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোহাম্মদ আবু তাহের,শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাবিব উল্লাহ ,কচুয়া উপজেলা নির্বাহী অফিসার নীলিমা আফরোজ,হাইমচর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম,ভারপ্রাপ্ত জেলা মার্কেটিং কর্মকর্তা এনএম রেজাউল ইসলাম প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (আই সিটি ও শিক্ষ) মো.মঈনুল হাসান, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ ডে. এএসএম দেলওয়ার হাসেন, মহিলা কলেজের অধ্যক্ষ এমএ মতিন মিয়া, স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা.সৈয়দা বদরুন্নাহার চৌধুরী,সিনিয়র সহকারি পুলিশ সুপার মো.সোহেল মাহমুদ,২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা.হোসনে আরা বেগম, জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ নুরুল হক, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদী, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এএইচএম. মাহফুজুর রহমান, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া, মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকতা শারমিন আক্তার,মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদুল ইসলামসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

সভায় সর্বসমতিক্রমে বিভিন্ন বিষয়ে সিদ্বান্ত নেয়া হয়।

প্রতিবেদক- শরীফুল ইসলাম ও মাজহারুল ইসলাম অনিক
: আপডেট, বাংলাদেশ সময় ৮:৩০ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৭, রোববার
ডিএইচ