স্টাফ করেসপন্ডেন্ট :
বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, ‘দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। তাদের উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করার মাধ্যমেই দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব। তাই নারীর ক্ষমতায়নে পুনাকের কার্যক্রম আরও গতিশীল করতে হবে।’
রাজধানীর গুলশানে পুলিশ প্লাজা কনকর্ড ভবনে রোববার দুপুরে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) একটি বিক্রয়কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
আইজিপি আরও বলেন, ‘পুনাককে নিজস্ব পরিমণ্ডলের বাইরে বেরিয়ে সমাজের অবহেলিত, শিক্ষার সুযোগবঞ্চিত নারীদের জীবনমানের উন্নয়নে আরও কার্যকর পদক্ষেপ ও উদ্যোগ গ্রহণ করতে হবে। নানামুখী প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তাদের দক্ষতা ও উপার্জনশীলতা বাড়াতে হবে।’
তিনি বলেন, ‘নারীশিক্ষার প্রসার, বাল্যবিয়ের কুফল ইত্যাদি সম্পর্কে সামাজিক সচেতনতা গড়ে তোলার কাজেও পুনাক সদস্যদের এগিয়ে আসতে হবে।’
অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপি (এইচআরএম) মো. মইনুর রহমান চৌধুরী, ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়াসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ ও পুনাক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে আইজিপি ও পুনাক সভাপতি শামসুন্নাহার রহমান পুনাকের বিক্রয়কেন্দ্র উদ্বোধন করেন।
পুনাক পুলিশ পরিবারের নারী সদস্যদের নিয়ে গঠিত একটি সংগঠন। নারী সদস্যদের আর্থিক ক্ষমতায়ন, শিশু ও কিশোর-কিশোরীদের সুপ্ত প্রতিভা বিকাশে পুনাক নানা উদ্যোগ গ্রহণ করে থাকে। এ ছাড়া পুনাক বন্যা, জলোচ্ছ্বাসসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে বিপন্ন আর্তমানবতার সেবায়ও কাজ করে থাকে। বর্তমানে ঢাকায় পুনাকের দুটি বিক্রয়কেন্দ্র রয়েছে। এ ছাড়া দেশের প্রায় ৩২টি জেলায় পুনাকের বিক্রয়কেন্দ্র রয়েছে। এ সব বিক্রয়কেন্দ্রে নারী ও শিশুদের পোশাক, বিছানার চাদর, বিভিন্ন ধরনের গহনা ইত্যাদি সুলভ মূল্যে পাওয়া যায়।
আপডেট : বাংলাদেশ সময় : ১৪ আষাঢ় ১৪২২ বঙ্গাব্দ, রোববার ২৮ জুন ২০১৫ খ্রিস্টাব্দ, ১১:১৭অপরাহ্ন
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫
চাঁদপুর টাইমস ডট কম–এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি