Home / চাঁদপুর / নতুন পরীক্ষা পদ্ধতি বাতিলের দাবিতে চাঁদপুরে অবস্থান কর্মসূচি
নতুন পরীক্ষা পদ্ধতি বাতিলের দাবিতে চাঁদপুরে অবস্থান কর্মসূচি

নতুন পরীক্ষা পদ্ধতি বাতিলের দাবিতে চাঁদপুরে অবস্থান কর্মসূচি

‘৭টি সৃজনশীল লিখবো না’ এই শ্লোগানে ২০১৭ সালের এইচএসসি, এসএসসি, জেএসসি’র নির্ধারিত নতুন পরীক্ষা পদ্ধতি বাতিলের দাবিতে চাঁদপুরে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত চাঁদপুরের সচেতন শিক্ষাথীবৃন্দ-নামের ব্যনারে কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি পালন করা হয়।

এতে চাঁদপুর শহরের হাসান আলী সরকারী উচ্চ বিদ্যালয়, মাতৃপীঠ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, আল-আমিন একাডেমী, রেসিডেন্সিয়ান কলেজ ও আল আমিন কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।

এসয় সরকারের প্রতি বিভিন্ন দাবি জানিয়ে বক্তব্য রাখেন আল আমিন সরকার, মাধুরী ভৌমিক, মাহাদী, অঙ্গন সেন, শাওন, মেহেদী হাসা, রাকিব হাসান, মোজাম্মেল হক, মো. আল আমিন ও জাহিদুল ইসলাম প্রমুখ।

শিক্ষার্থীরা তাদের বক্তব্যে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ ঘোষিত ২০১৭ সালের এইচএসসি, এসএসসি, জেএসসি পরীক্ষার জন্য নির্ধারিত নতুন পরীক্ষা পদ্ধতি বাতিলের দাবি জানান।

তারা বলেন, আমাদের বিশ্বাস সরকার এই শান্তিপূর্ণ কর্মসূচির প্রতি সম্মান দেখিয়ে আমাদের এই দাবি মেনে নেবে।

আশিক বিন রহিম

||আপডেট: ০৫:৫১ পিএম, ১১ নভেম্বর ২০১৫, বুধবার

এমআরআর