Home / আবহাওয়া / দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণ ও শিলা বৃষ্টি হতে পারে
cloudy 1

দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণ ও শিলা বৃষ্টি হতে পারে

দেশের কোথাও কোথাও মাঝারী ধরণের ভারী থেকে ভারী বর্ষণ ও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ শুক্রবার (১১ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর একথা জানিয়েছে।

আবহাওয়া অফিস জানায়, ঢাকা, ময়মনসিংহ,খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

পূর্বাভাসে বলা হয়, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। লঘুচাপের বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমী লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আজ শুক্রবার সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬ টা ৩২ মিনিটি এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫ টা ১৭ মিনিটে। (বাসস)

বার্তা কক্ষ
আপডেট, বাংলাদেশ সময় ৫:৪০ পিএম,১১ মে ২০১৮,শুক্রবার
এজি

Leave a Reply