Home / শিল্প-সাহিত্য / দুর্বা ঘাসের মাচায় গা ভাসাই চলো : আশিক বিন রহিম
দুর্বা ঘাসের মাচায় গা ভাসাই চলো : আশিক বিন রহিম

দুর্বা ঘাসের মাচায় গা ভাসাই চলো : আশিক বিন রহিম

দুর্বা ঘাসের মাচায় গা ভাসাই চলো

ত্রিশতো পেরিয়ে গেলো…
নরম ঠোট, লিপস্টিকের মাতাল ঘ্রাণ
কোমল বাহু কিছুই ডাকেনি আজো;
প্রণয় ঘরের সাথে সখ্যতা গড়েনি হলুদ খাম
নিল পদ্ম অথবা খেয়ালী বাতাস।

ত্রিশ মানেইতো ত্রিশটি বসন্ত,
বৈশাখ অথবা ফালগুন; চুড়ির ঝংকার তুলে
একটি রক্তগোলাপ না দেখার গ্লানি নির্জন নিস্তব্ধ রাত,
শূণ্যতার দীর্ঘশ্বাস।

ত্রিশের ট্রেন চলে যায়…
তবুও; কালো চুলের নারকেলী সুভাস, ওড়নার সংস্পর্শ
সুখ, দহনপ্রীতি কিছুই জানা হয়নি।

ত্রিশ পেরিয়ে যায় তবুও…
নিশ্চুপ বাতাসের মতোন কেউ এসে বললোনা আজ;
ভালোবেসে দুর্বা ঘাসের মাচায় গা ভাসাই চলো
রচনাকাল ২৯/ ০৭/২০১৫

লেখক, কবি ও সাংবাদিক আশিক বিন রহিম

লেখক, কবি ও সাংবাদিক আশিক বিন রহিম

চাঁদপুর টাইমস- ডিএইচ/2015