Home / চাঁদপুর / দুর্নীতিমুক্ত করতে আমরা কাজ করছি : চাঁদপুরে দুদক কর্মকর্তা
দুর্নীতিমুক্ত করতে আমরা কাজ করছি : চাঁদপুরে দুদক কর্মকর্তা

দুর্নীতিমুক্ত করতে আমরা কাজ করছি : চাঁদপুরে দুদক কর্মকর্তা

দুর্নীতি দমন কমিশন এএফএম আমিনুল ইসলাম বলেছেন, ‘এদেশকে দুর্নীতিমুক্ত করার লক্ষ্যে আমরা কাজ করছি। এ ব্যাপারে সরকারি কর্মকর্তা, সুশীল সমাজ, সাংবাদিকসহ সকলের সহযোগিতা চাই।’

বুধবার (৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩ টায় চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তা, সুশীল সমাজ, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

দুদক কর্মকর্তা আরো বরেন, ‘সরকারি কর্মকর্তাদের বড় সুযোগ জনগণকে সেবা করা । জনগণ রাষ্ট্রের মালিক। কিন্তু সেবা নিতে এসে পদে পদে বাধাগ্রস্ত হচ্ছে। এ ক্ষেত্রে জনগণ যাতে নাগরিক সেবা সহজে পেতে পাওে তা’ নিশ্চিত করা সরকারি কর্মকর্তাদের দায়িত্ব।’

ডিজিটাল কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, ‘এখন অনেক সরকারি বেসরকারি নাগরিক সেবা অনলাইনে চলে এসেছে। আমি মনে করি এতে করে কিছুটা হলেও দুর্নীতি কমে আসবে।’

তিনি আরো বলেন, ‘দেশের প্রতিিিট জেলা ও উপজেলায় দুর্নীতি প্রতিরোধ কমিটি রয়েছে। তারাও কাজ করছে। দুর্নীতিরোধকল্পে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে কমিশন কাজ করছে।’

চাঁদপুর জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডলের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহাদাৎ হোসেন, চাঁদপুর সরকারি কলেজ অধ্যক্ষ ড. এএসএম দেলোয়ার হোসেন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বি এম হান্নান, সাধারণ সম্পাদক সোহেল রুশদী, চাঁদপুর পাবলিক প্রসিকিউটর অ্যাডঃ মজিবুর রহমান ভুইয়া, পুরাণবাজার ডিগ্রি কলেজে অধ্যক্ষ রতন কুমার, বাবুরহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মোশারফ হোসেনসহ বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা।

এ সময় দুনীতি দমন কমিশন পরিচালক মো. মনিরুজ্জামান, পিএসটু কমিশনার সৈয়দ রবিউল ইসলাম, সহকারী পরিচালক শহিদ উদ্দিন, চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এম এ মতিন, চাঁদপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আনিসুর রহমান, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. মজিবুর রহমান, অধ্যাপক মোহাম্মদ হোসেন খান, মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক উত্তর কুমারসহ বিভিন্ন বিভাগের সরকারি -বেসরকারি পর্যায়ের কর্মকর্তা, সুশীল সমাজ, সাংবাদিক পেশাজীবি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

করেসপন্ডেন্ট : আপডেট, বাংলাদেশ সময় ১১:২০ পিএম, ৭ ডিসেম্বর ২০১৬, বুধবার
ডিএইচ

Leave a Reply