Home / চাঁদপুর / চাঁদপুর জেলায় ২০৪ মন্ডপে দুর্গা পূজা হওয়ার সম্ভাবনা
দুর্গা পূজা, দুর্গা পূজা

চাঁদপুর জেলায় ২০৪ মন্ডপে দুর্গা পূজা হওয়ার সম্ভাবনা

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বৃহৎ ধর্মীয় উৎসব শারদিয় দুর্গা পূজা। উৎসবের দিন যতই ঘনিয়ে আসছে আয়োজক আর কারিগরগন ব্যস্ত হয়ে পরছে। আগামী ২২ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদিয় দুর্গা পূজা শুরু হবে। ২৬ অক্টোবর বিজয়া দশমির মধ্যদিয়ে তা সমাপ্ত হবে। এ বছর চাঁদপুর জেলায় ২০৪ মন্ডপে দুর্গা পূজা হওয়ার সম্ভাবনা রয়েছে।

এ বছর চাঁদপুর সদর উপজেলার ৩৩টি মন্ডপে পুজা অনুষ্ঠিত হবে। যে সব মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে সে গুলো হলো কালি বাড়ি মন্দির,গোপাল জিউর আখড়া, গুহ বাড়ি, মিনার্ভা পূজা মন্দির,রামকৃষ্ণ আশ্রম,কুন্ডু বাড়ি, মজুমদার বাড়ি, বাতাসা পট্টি বারোয়ারি মন্দির, নিতাইগঞ্জ পূজা মন্দির, জহরিসভা মন্দির, পুরান বাজার ঘোষপাড়া, জাফরাবাদ পালপাড়া, নিতাইগঞ্জ রঞ্জিত দাসের বাড়ি,পাল পাড়া শীতলা মায়ের মন্দির, নতুন বাজার ঘোষপাড়া সার্বজনিন পুজা মন্ডপ, প্রতাপ সাহা রোড মাতৃ সংঘ, দাসপাড়া সার্বজনিন পুজা মন্ডপ,পুরান বাজার হরিজন পল্লি, মহামায়া দত্ত বাড়ি, মৈশাল বাড়ি সার্বজনি পুজা মন্ডপ, শিলন্দিয়া কুলদাদের বাড়ি পূজা মন্ডপ, দামদরদি কমল কৃষ্ণ মহাশয়ের বাড়ি, প্রতাপ সাহা রোড দুর্গা পূজা মন্ডপ, চর বাকিলা সার্বজনিন দুর্গাপূজা মন্ডপ, বাবুরহাট রমেশ দের বাড়ি পুজা মন্ডপ,স্বর্ণখোলা রোড মা সন্তুষি মায়ের মন্দির, রেলওয়ে হরিজন পল্লী মহাববীর মন্দির, ডাসাদী বড় সূত্রধর বাড়ি দূর্গোৎসব, পানের গোলা সার্বজনিন দুর্গা পূজা,ডাসদী সুরেশ দাসের বাড়ি, পুরান বাজার নবতারা সার্বজনিন পূজা মন্ডপ ও বালিয়া রাধা গোবিন্দ মন্দির।

গত কয়েক দিন ধরে চাঁদপুর শহরের মন্দির গুলোতে দেখা যাচ্ছে প্রতিমা তৈরির কারিগরগন লোকজন নিয়ে খর কুটা দিয়ে দূর্গা প্রতিমা তৈরির কাজ শুরু করেছে।হিন্দু সম্প্রদায়ের লোকজন বর্ষ পন্জিকার তিথি দেখে শুভ দিনক্ষনে প্রতিমা তৈরির অডার দিচ্ছে।

এবছর মতলব উত্তর উপজেলায় ২৯ টি মন্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হবে বলে শুনা যাচ্ছে।মতলব উত্তর উপজেলা পূজা উদর্যাপন পরিষদের সাধারন সম্পাদক সাংবাদিক শ্যামল চন্দ্র দাস জানান, গত বছরের তালিকা অনুযায়ি এ বছর ও২৯টি মন্ডপে পূজা হবে এ বছর যে সব মন্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে সে গুলো হলোঃ বিষ্ণু চন্দ্র দত্তের বাড়ি, ছেঙ্গারচর কালাচাঁদ আখড়া, স্বর্গীয় হারাধন রায়ের বাড়ি, চরপাথালিয়া শ্যামাচরন সরকারের বাড়ি,জ্যোতিলাল মাস্টারের বাড়ি, প্রাণকৃষ্ণ দাসের বাড়ি, স্বর্গীয় অতুল বেপারীর বাড়ি,স্বর্গীয় জীবন ঘোষের বাড়ি, রঘুনাথ সরকার বাড়ি,সাদুল্যাপুর দূর্গা মন্দির,স্বর্গীয় ভাষাণ চক্রবর্তীর বাড়ি,গজরা সার্বজনিন দূর্গা মন্দির,গজরা মনোরঞ্জন বণিকের বাড়ি,হরগৌরি শশ্মান দূর্গা মন্দির,ধনাগোদা রায়েরকান্দি দূর্গা মন্দির,শুকলাল মাস্টারের বাড়ি, নান্দুরকান্দি হাওলাদার বাড়ি, জলধর দাসের বাড়ি, অমৃত লাল নাগের বাড়ি, অতুল চন্দ্র অধিকারী বাড়ি,তিতারকান্দি ঘোষ বাড়ি, স্বর্গিয় সুকুমার পালের বাড়ি, স্বর্গীয় কামিনিচরণ মন্ডল বাড়ি, দূর্গাপুর গনেশ দাসের বাড়ি,লবাই কান্দি রাধেশ্যাম মজুমদার বাড়ি,ধিরেন্দ্র মাস্টার বাড়ি,জহরলাল মজুমদার বাড়ি, দূর্গাপুর আশ্রয়ন কেন্দ্র ও হিন্দু আয়োরপুর দূর্গা মন্দির।

গত কিছু দিন ধরে চাঁদপুর জেলার বিভিন্ন উপ জেলার মন্দির ও বাড়িতে কুমারদের ভাড়া করে নিয়ে প্রতিমা তৈরির কারিগরগন লোকজন নিয়ে খর কুটা দিয়ে দূর্গা প্রতিমা তৈরির কাজ করে যাচ্ছে।হিন্দু সম্প্রদায়ের লোকজন বর্ষ পন্জিকার তিথি দেখে শুভ দিনক্ষনে প্রতিমা তৈরির অডার দিচ্ছে।হিন্দু সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় উৎসব দূর্গা পূজার প্রস্তিতি চলছে পুরোদমে চলছে

হাজীগঞ্জ উপজেলা পূজা উদ্যাপন পরিষদ সভাপতি রূহি দাস বণিক ও সাধারন সম্পাদক সমীর লাল দত্ত জানান,এ বছর ও ২৭টি মন্ডপে পূজা হবে বলে জানতে পেরেছি।

এ বছর যে সব মন্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে সে গুলো হলোঃ রামকুষ্ণ সেবাশ্রম ও বিবেকানন্দ বিদ্যাপীঠ,মকিমাবাদ সার্বজনিন দূর্গা মন্দির,ত্রি নয়নি সংঘ,ত্রিশুল সংঘ, নবদূর্গা সংঘ,বলাখাল চৌধূরী বাড়ি,শীল বাড়ি, হরি সাহার বাড়ি, নদী দাস বাড়ি, বলাখাল কানাই কারিগড় বাড়ি লোকনাথ সংঘ,আলীগঞ্জ দাস বাড়ি,উচ্চঙ্গা জয়রাম মন্দির, রাজাপুর রামচন্দ্র দেবনাথ বাড়ি,রামপুর চৌধূরী বাড়ি,অতুল চন্দ্র গোস্মামীর বাড়ি রামপুর বড় বাড়ি, বড়কূল ঠাকুর বাড়ি,সোনাইমুড়ি বড় সূত্রধর বাড়ি,বিবি রায় চৌধূরী বাড়ি,বাকিলা মাখন লাল মন্ডল বাড়ী,বেলঘর মজুমদার বাড়ি,হাটিলা গৌর নিতাই সেবাশ্রম, চেঙ্গাতলি সূয্যমনি সরকার বাড়ি,রাজার গাও মুকুন্দসার সূত্রধর বাড়ি,জামিনিকান্ত কবিরাজ বাড়ি, মালীগাও ভরত চন্দ্র বেপারী বাড়ি ও পূর্ব গন্ধর্ব্যপুর হরিপুর রেজিঃ প্রাথমিক বিদ্যালয়।

এবছর ফরিদগঞ্জ উপজেলায় ২০ টি মন্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হবে বলে ফরিদগঞ্জ উপজেলা পূজা উদ্যাপন পরিষদ সভাপতি হিতেশ চন্দ্র শর্মা ও সাধারন সম্পাদক লিটন কুমার দাস জানান।ফরিদগঞ্জ উপজেলা পূজা উদর্যাপন পরিষদ নেতৃবৃন্দু আরো জানায়,আমাদের উপজেলার পূজার আয়োজকদের সাথে আমরা যোগাযোগ করেছি । গত বছরের তালিকা অনুযায়ি এ বছর ১ টি পূজা বেড়েছে।গত বছর ১৯ টি মমন্ডপে দূর্গা পূজা উদর্যাপর হয়েছে, এ বছর ২০ টি মন্ডপে পূজা হবে বলে জানতে পেরেছি।

এ বছর যে সব মন্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে সে গুলো হলোঃ লক্ষ্মী নারায়ন জিউর আখড়া,দাস পাড়া যুব সংঘ,চান্দ্রা বাজার লক্ষ্মী নারায়ন জিউর আখড়া,কড়ৈতলি রামকৃষ্ণ আশ্রম,সাহাপুর নব কিশোর, আলোনিয়া রাধা গোবিন্দ হরিসভা,দক্ষিন রূপসা সার্বজনিন দুর্গোৎসব,আইট পাড়া পশ্চিম বড়গাঁও দূর্গোৎসব,গুপ্টি সার্বজনিন দূর্গোৎসব,আষ্টা সার্বজনিন দূর্গোৎসব,তাম্রশাসন সার্বজনিন দূর্গোৎসব,বৈচাতরি সার্বজনিন দূর্গোৎসব,আষ্টা রায় বাড়ি দূর্গোৎসব,বাসারা সার্বজনিন দূর্গোৎসব,বৈচাতরি শ্রী কালিয়া হরিসভা,দক্ষিন ধানুয়া গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির,রূপসা বাজার সর্বমঙ্গলা সংঘ ,খাড়খাদিয়া সার্বজনিন দূর্গোৎসব,

এবছর কচুয়া উপজেলায় ৪১ টি মন্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হবে বলে কচুয়া উপজেলা পূজা উদর্যাপন পরিষদ সভাপতি ফণী ভূষণ মজুমদার তাফু ও সাধারন সম্পাদক বিকাশ সাহা পূজার বিষয়টি নিশ্চিত করেছেন।

কচুয়া উপজেলায় এ বছর যে সব মন্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে সে গুলো হলোঃ সাচার জগন্নাথ ধাম,সাচার পোদ্দার বাড়ি, সাচার ঘোষ বাড়ি,সাচার মধ্যপাড়া,সাচার দাস বাড়ি,বায়েক কালি বাড়ি,বায়েক সরকার বাড়ি,বায়েক ঠাকুর বাড়ি,সাচার গুগরা বাড়ি কালি মন্দির,উত্তর শিবপুর দূর্গা বাড়ি,মাঝিগাছা দূর্গা মন্দির,বিতারা পাল বাড়ি,পালাখাল সাহা বাড়ি, তিলকিয়া ভিটি দুর্গা মন্দির,দোয়াটি চিন্তাহরন দালাদার বাড়ি, দোয়াটি নিশি হালদার বাড়ি,আলিয়ার ব্যাজবাড়ি, নাহারা কালিবাড়ি, দারচর দাস বাড়ি, জলাতেতৈয়া দূর্গা বাড়ি,ঘাগড়া আখড়া বাড়ি,রাজাপুর সরকার বাড়ি, তুলপাই সাহাবাড়ি,আয়সা গোসাই বাড়ি,হায়াৎপুর বড়বাড়ি,ডুমুরিয়া আখড়া বাড়ি,বেদপুর মজুমদার বাড়ি,নাউলা দত্ত বাড়ি,নাউলা দাস বাড়ি, গোবিন্দপুর সুতার বাড়ি, চাঙরগিনি দূর্গাবাড়ি, চাঙ্গিনি মজুমদার বাড়ি, পিপলকরা বেনু মজুমদার বাড়ি,বিসল মজুমদার বাড়ি,করইশ বেপারী বাড়ি, করইয়া দুর্গা মন্দির,কোয়া পোদ্দার বাড়ি,কোয়া দাসস বাড়ি, কান্দারপার দূর্গা মন্দির, মাছিমপুর দূর্গা মন্দির ও মাছিমপুর দূর্গা বাড়ি।

এবছর মতলব দক্ষিণ উপজেলায় ৩৩টি মন্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হবে বলে মতলব দক্ষিণ উপজেলা পূজা উদ্যাপন পরিষদ সভাপতি কিশোর ককুমার ঘোষ নিশ্চিত করেছেন।

মতলব দক্ষিণ উপজেলায় এ বছর যে সব মন্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে সে গুলো হলোঃজগন্নাথ দেবের মন্দির,স্বর্গীয় হারান চক্রবর্তীর বাড়ি, স্বর্গীয় নগেন সাহার বাড়ি, দঃ বাইশপুর অরুন দাসের বাড়ি, ধনারপার দেবেন্দ্র বৈদ্যের বাড়ি, গোলদার বাড়ি, শ্রী শ্রী হরি দূর্গা মন্দির, বোয়ালিয়া স্বর্গিয় নগেন সাহার বাড়ি, শ্রীশ্রী হরিসভা, স্বর্গিয় হিমাংশু চক্রবর্তির বাড়ি,বোয়ালিয়া বাজার দূর্গা মন্দির,বলাই দাসের বাড়ি, উত্তর দিঘলদি হরি চক্রবর্তি বাড়ি, মাধব ঠাকুরের বাড়ি, বরদিয়া স্বর্গিয় কেদার রায় চক্রবর্তি বাড়ি , উপাদী দশরথ সেনের বাড়ি, লামচরী বালুরচর অমূল্য মাষ্টারের বাড়ি, খাঁদের গাঁ সুখেন সূত্রধরের বাড়ি, বালুচর সুখেন মাস্টার বাড়ি, লামচরী কাশী কীর্ত্তনিয়ার বাড়ি, লামচরী সরকার বাড়ি,মাছুয়াখাল স্বর্গিয় কুঞ্জ সাহার বাড়ি,নারায়নপুর জয় কালি বাড়ি,নারায়নপুর চৌধূরী বাড়ি, কাশিমপুর বাজার,কাশিমপুর প্রধানিয়া বাড়ি, সুধাংশু ঠাকুরের বাড়ি, সাতআনি বেপারী বাড়ি, চারটভাঙ্গা নিখিল দাসের বাড়ি,স্বর্গিয় শচীন দাসের বাড়ি, নায়েরগাও সুনিল দাসের বাড়ি, পরিতোষ পালের বাড়ি,সারপাড়া অধ্যাপক হরিপদ সাহার বাড়ি, লামচরি সরকার বাড়িতে পূজা উদর্যাপিত হচ্ছে।মতলব দক্ষিণ উপজেলায় এ বছর এই ৩৩ টি মন্ডপে দূর্গা পূজা উদর্যাপিত হবে বলে উপজেলা পূজা উদর্যান পরিষদ সভাপতি কিশোর কুমার ঘোষ নিশ্চিত করেছেন।

এবছর হাইমচর উপজেলায় ৫ টি মন্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হবে বলে হাইমচর উপজেলা পূজা উদর্যাপন পরিষদ সভাপতি বিবেক লাল মজুমদার পূজার বিষয়টি নিশ্চিত করেছেন।

হাইমচর উপজেলায় এ বছর যে ৫টি মন্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে সে গুলো হলোঃকমলাপুর দূর্গা দেবীর মন্দির,পশ্চিম চরকৃষ্ণ পুর শ্রী শ্রী জগন্নাথ মন্দির, চরভাঙ্গা শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির, দক্ষিণ চরভৈরবী শ্রী শ্রী গৌর নিতাই মন্দির ও উত্তর চরভৈরবী শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর মন্দির।

এবছর শাহরাস্তি উপজেলায় ১৭ টি মন্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হবে বলে শাহরাস্তি উপজেলা পূজা উদর্যাপন পরিষদ ভারপ্রাপ্ত সভাপতি নিখিল মজুমদার ও সাধারন সম্পাদক অমৃত মজুমদার টুটুন নিশ্চিত করেছেন।

এ বছর যে সব মন্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে সে গুলো হলোঃ মেহের কালি বাড়ি,পালপাড়া পূজা মন্ডপ,পুরহিত বাড়ি পূজা মন্ডপ,নাহারা ভৌমিক বাড়ি,জগবন্ধু সাধুর বাড়ি,ঘুঘুরচপ পাল বাড়ি,প্রসন্নপুর পূজা মন্ডপ,নুনিয়া দত্ত বাড়ি পুজা মন্ডপ,অধিকারী বাড়ি পূজা মন্ডপ,সূচীপাড়া মজুমদার বাড়ড়ি পূজা মন্ডপ,থিতারপাড় পূজা মন্ডপ,ছিখটিয়া পূজা মন্ডপ,কুলশী ঠাকুর বাড়ি পূজা মন্ডপ,সাহাপুর চৌধূরী বাড়ি পূজা মন্ডপ,নাওড়া ঠাকুর বাড়ি পূজা মন্ডপ,বর্ধন বাড়ী পূজা মন্ডপ ও ঘোষ পাড়া পূজা মন্ডপ।

প্রতিবেদক:আশিক বিন রহিম,২৪ সেপেটম্বর ২০২০