Home / উপজেলা সংবাদ / দারাশাহী তুলপাই উবিতে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ
শিক্ষার

দারাশাহী তুলপাই উবিতে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী দারাশাহী তুলপাই উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন ও ঝড়ে পড়া রোধ কল্পে ষষ্ঠ ও সপ্তম শ্রেনীর শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের মিলনায়তনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক অমর কৃষ্ণ দেবনাথ এর পরিচালনায় বক্তব্য দেন, সহকারী প্রধান শিক্ষক মো. গোলাম ছাদেক, সিনিয়র শিক্ষক সুরেশ চন্দ্র দেবনাথ, সহকারী শিক্ষক জহিরুল ইসলাম, মো. সাইফুল্লাহ, কাজী মো. মেহেদী হাছান, অভিভাবক সদস্য লাইলী বেগম ও ডা. মফিজুর রহমান।

সমাবেশে প্রধান শিক্ষক বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। তাই শিক্ষার্থীদের জন্য শিক্ষাবান্ধব একটি নতুন কারিকুলাম প্রনয়ণ করেছে। নতুন কারিকুলামে শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি বাধ্যতামূলক। অভিভাবকরা সচেতন থাকলে শিক্ষার্থীদের পড়াশুনার মান উন্নয়ন ও ঝড়ে পড়া রোধ করা যাবে।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৯ ফেব্রুয়ারি ২০২৩