Home / উপজেলা সংবাদ / হাইমচর / ‘তৎকালীন সরকারের পৃষ্ঠ পোষকতা ছাড়া এরকম গ্রেনেড হামলা সম্ভব নয়’
তৎকালীন সরকারের পৃষ্ঠ পোষকতা ছাড়া এরকম গ্রেনেড হামলা সম্ভব নয়

‘তৎকালীন সরকারের পৃষ্ঠ পোষকতা ছাড়া এরকম গ্রেনেড হামলা সম্ভব নয়’

বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রিয় কমিটির ত্রান ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক বাবু সুজিত রায় নন্দী বলেছেন, হাজারো বছরের শ্রেষ্ট বঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহ-পরিবারে হত্যা করে শেষ হয়নি। তারা জননেত্রী শেখ হাসিনাকে ২১ আগস্ট হত্যা করার চেষ্টা করেছিল। আল্লাহর অশেষ রহমতে বাংলার জনগনের সেবা করার জন্য তিনি বেঁছে গেছেন। প্রাণ দিতে হয়েছিল আইবি রহমানের মত হাইমচরের কৃতি সন্তান আ. কুদ্দুছ পাটওয়ারী। এ ধরনের বড় হামলার পরিকল্পনা তৎকালীন সরকারের পৃষ্ঠ পোষকতা ছাড়া এরকম গ্রেনেড হামলা সম্ভব নয়।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) হাইমচরে জাতীয় শোক দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা কমন্ডের আয়োজনে হাইমচর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সভা কক্ষে শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সন্তোষ চন্দ্র মজুমদারের সভাপতিত্বে ও সহকারী সাংগঠনিক কমান্ডার মো. শাহআলম পাটওয়ারীর পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোতালেব জমাদার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান চৌকদার, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার ডা. হাফেজ আহমেদ, সাবেক কমান্ডার আ. বারেক বকাউল, শাহজান পাটওয়ারী, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান বেগ, জেলা স্বেচ্চাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামান লিটন, উপজেলা স্বেচ্চাসেবকলীগ আহ্বায়ক আব্দুস ছাত্তার গাজি, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারভেজ করিম বাবু, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আতিকুর রহমান পাটওয়ারী, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রনি প্রমুখ।

প্রতিবেদক : বিএম ইসমাইল
: আপডেট, বাংলাদেশ ১০ : ২২ পিএম, ১৭ আগস্ট ২০১৭, বৃহস্পতিবার
এইউ

Leave a Reply