তুমি দেখেছ কি,
আমার কাজলটানা দুটো চোখ?
তোমার ওই দু’চোখ থেকে
তোমার মুখখানিতে কেমন স্থির করে রাখে।
.
তুমি ভেবেছ কি,
আমার লাজে রাঙা এ দুটি ঠোঁট
কেমন করে কাঁপিয়ে দেয় তোমার মুখমন্ডল?
তুমি অনুভব করেছ কি
আমার নুপুরের শব্দ?
কেমন করে বামে তোমার হৃদয় মন্দিরে।
.
তুমি মানতে চেয়েছকি,
আমার সবুজ শিপন শাড়িখানা
যখন তোমার শরীর ছুঁয়ে যায়
কেমন ভূ আন্দোলন হয় তোমার ভেতরে।
.
তোমার ভাবনায় অনুভবের দেশে
সবই তোমার জানা।
ভালবাসি বলতে তোমায় করিনিতো মানা।
.
বহুদিন পর অবশেষে
কাছে এসে হাতটি ধরলে আমার
অনেক ভালোবাসা।
.
এ কাজলটানা চোখ,
নুপুরের রিনিঝিনি।
টেনে ধরে সাড়ির আঁচল বললে তুমি
“তোমায় চিনি গো আমি চিনি।“
|| আপডেট: ০৫:৫৫ অপরাহ্ন, ২৮ সেপ্টেম্বর ২০১৫, সোমবার, চাঁদপুর টাইমস : এমআরআর/২০১৫