Home / সারাদেশ / ব্রাহ্মণবাড়িয়ার আরো একজনের মৃতদেহ শনাক্ত
ব্রাহ্মণবাড়িয়ার আরো একজনের মৃতদেহ শনাক্ত

ব্রাহ্মণবাড়িয়ার আরো একজনের মৃতদেহ শনাক্ত

সৌদি আরবের মিনায় শয়তান স্তম্ভে পাথর নিক্ষেপের সময় পদদলিতের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার জাহেদুল ইসলাম ভূঁইয়া স্বপন (৪০) নামে আরো এক হাজির মৃতদেহ শনাক্তের খবরপাওয়া গেছে ।

তিনি কসবা উপজেলার খাড়েরা গ্রামের নুরুল ইসলাম ভূঁইয়ার ছেলে। তিনি স্ত্রী ও দুই ছেলে-মেয়ে নিয়ে ঢাকার বাসাবো এলাকায় বসবাস করতেন।
স্বপনের বড় ভাই আমিনুল ইসলাম ভূঁইয়া এ তথ্য নিশ্চিতকরেছেন।

তিনি জানান, তার ছোট ভাই খাইরুল ইসলাম ভূঁইয়া জীবনকে সঙ্গে নিয়ে এবার হজে যান স্বপন। ২৭ সেপ্টেম্বর জীবন সৌদি আরব থেকে মোবাইলে ফোনে পদদলনের ঘটনায় স্বপনের মৃত্যুর খবর তাদের জানান।জীবন তাদের জানিয়েছেন, মিনায় পাথর নিক্ষেপের সময় পদদলনের ঘটনার পর থেকে স্বপনের খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে হাসপাতালের মর্গে পরিচয়পত্র দেখে ভাইয়ের মৃতদেহ শনাক্ত করেন তিনি।

এরআগে একই উপজেলার বাদৈর ইউনিয়নের মান্দারপুর গ্রামের বাসিন্দা রেল কর্মচারী গোলাম মোস্তফা ওরফে খালেকের (৫৫) মৃত্যু হয়।

 

 

|| আপডেট: ০৬:৪০ অপরাহ্ন, ২৮ সেপ্টেম্বর ২০১৫, সোমবার,চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫