Home / শিল্প-সাহিত্য / তুমি কোথায় : জাকিয়া সুলতানা সুমাইয়া
তুমি কোথায় : জাকিয়া সুলতানা সুমাইয়া

তুমি কোথায় : জাকিয়া সুলতানা সুমাইয়া

Sumaiya sinthia

কবিতা : ||  আপডেট: ০২:১৫ পিএম, ০২ অক্টোবর ২০১৫, শুক্রবার
———————–

চাঁদের মাঝে যত আলো থাকে
আমার মাঝেও ততো ভালোবাসা ছিলো !!

.
সবটা উজাড় করে দিয়েছিলাম তোমায়
সেটাই কি আমার অপরাধ ছিলো….?

.
সে দিন সামান্য ভুলে অভিমান করে চলে গেলে তুমি
চলে গেছো অনেক দূরে …

.
পিছু ফিরে দেখনি তুমি
কিন্তু আমি আজও তোমায় খুঁজে বেড়াই চেনা সেই সূরে

.
খুঁজে ফিরি পথে-পান্তরে
যদি তুমি ফিরে আস আমার চেনা ঘরে

.
তাই আজও অপেক্ষায় আছি
তুমি আসবে বলে।

 

চাঁদপুর টাইমস :  এমআরআর/২০১৫