Saturday, May 23, 2015 10:51:11 PM
কামাল হোসেন খান, মতলব (চাঁদপুর) প্রতিনিধি :
সারাদেশে চলছে তীব্র্র দাবদাহ। বাতাসে আগুনের তাপ। কোথাও স্বস্তি নেই। টানা কয়েকদিনের দাবদাহে জনজীবনে নেমে এসেছে সীমাহীন দুর্ভোগ।
গত ক’দিনের তীব্র গরমে কাহিল হয়ে পড়েছে চাঁদপুরের মতলব উত্তরের জনজীবন। তাপমাত্রা প্রতিদিনই বাড়ছে। শুক্রবারের চেয়ে শনিবার তাপমাত্রা প্রায় ১ ডিগ্রি বেড়েছে। অসহ্য এমন গরমে (দাপদাহে) মানুষের নাভিশ্বাস উঠেছে। যেখানেই একটু পানি সেখানেই শরীর জুড়িয়ে নেয়ার চেষ্টা। গরমের তাড়নায় সুবিধা বঞ্চিতরা ঘর থেকে বের হয়ে একটু শীতল বাতাস গায়ে জড়িয়ে নিতে চায়। মানুষ অস্থির হয়ে পানীয়ের প্রতি ঝুঁকছে বেশি। প্রচন্ড গরমে একগ্লাস ঠান্ডা পানি কিছুটা স্বস্তি আনে জীবনে। খেটে-খাওয়া সাধারণ মানুষ রোদে পুড়ে কাজ করতে গিয়ে পানির তেষ্টায় হাতের নাগালে ঠান্ডা যাই পাচ্ছে তাই খেয়ে তৃষ্ণা মেটাচ্ছে। একই সঙ্গে বাড়ছে বিভিন্ন রোগ-বালাইর ঝুঁকি। বৈদ্যুতিক পাখার বাতাসেও গরম থেকে মুক্তি পাচ্ছে না তারা। খেটে খাওয়া মানুষগুলোর কষ্টের শেষ নেই। শরীর থেকে অঝোরে ঘাম ঝরছে। ঠা-া পানি, ডাব কিংবা লেবু-লবণ পানির শরবত, আইসক্রিম পান করেও দাবদাহের তৃষ্ণা মেটানো যাচ্ছে না।
দিনের বেলায় দাবদাহ থেকে বাঁচার জন্য মাথায় ছাতা নিয়ে পথ চলতে হচ্ছে মানুষকে। ঠা-া-গরমে শিশুরাও অসুস্থ হয়ে পড়ছে। নারী-পুরুষ সব বয়সী মানুষের কাছে গরমের যন্ত্রণা হিট স্ট্রোকের মতো মনে হচ্ছে। সামনের দিনগুলোতে বৃষ্টি না হলে দাবদাহ কমবে না। মানুষ প্রকৃৃতির অসহ্য গরম-যন্ত্রণায় ভুগছে। শিক্ষার্থীদের পড়া-লেখা যেমন ব্যাহত হচ্ছে সব শ্রেণী-পেশার মানুষ স্বাভাবিক কাজ-কর্ম করতে পারছে না। সবাই যেনো অস্বস্তিতে ভুগছে। এখন দেখার অপেক্ষা দু’একদিনের মধ্যে বৃষ্টির দেখা মিলে কিনা। মানুষজন বলছে, এমন গরম তারা কমই দেখেছে।
চাঁদপুর টাইমস : এমআরআর/২০১৫
নিয়মিত ফেসবুকে নিউজ পেতে লাইক দিন : www.facebook.com/chandpurtimesonline/likes
চাঁদপুর টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।