Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি / শাহরাস্তিতে প্রতিবন্ধী পরিবারের সুবিচারের আকুতি
শাহরাস্তিতে প্রতিবন্ধী পরিবারের সুবিচারের আকুতি
প্রতিবন্ধী মোঃ শাহিন সুবিচার পাওয়ার জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন

শাহরাস্তিতে প্রতিবন্ধী পরিবারের সুবিচারের আকুতি

মো. মাহবুব আলম :

চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার রাগৈ চকিদার বাড়ীর প্রতিবন্ধী মোঃ শাহিন সুবিচার পাওয়ার জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন। তিনি তার প্রতি বিভিন্ন অত্যাচার ও নিপিড়নের প্রতিকার চেয়ে স্থানীয় সংসদ সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তমের হস্তক্ষেপ কামনা করেছেন।

ঘটনার বিবরণে জানা যায়, গত ২ মার্চ পূর্ব শত্রুতার জের ধরে রাগৈ গ্রামের আলী হোসেনের পুত্র খোরশেদ আলম (৪৫), ইয়াছিন (৩৫), আব্দুল মোতালেব (৩০) ও খোরশেদ আলমের পুত্র মোঃ সোহেল (২২) মারধর করে। এতে শাহিন গুরুতর আহত হয়। এ ঘটনায় শাহিনের একটি মোটর সাইকেল ও ভোটার আইডি কার্ডও ছিনিয়ে নেওয়া হয়। ঘটনার পর বিভিন্ন স্থানে সুবিচারের জন্য প্রার্থনা করেও কোন সুফল পাননি শাহিন। বর্তমানে সে স্থানীয় সংসদ সদস্যর সহযোগিতা কামনা করেছেন।

চাঁদপুর টাইমস : এমআরআর/২০১৫

 

নিয়মিত ফেসবুকে নিউজ পেতে লাইক দিন : www.facebook.com/chandpurtimesonline/likes

চাঁদপুর টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।