Home / সারাদেশ / তিন শতাধিক স্কুলে পাসের হার শূন্য
PSC
ফাইল ছবি

তিন শতাধিক স্কুলে পাসের হার শূন্য

প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় এবার পাসের হার ও জিপিএ প্রাপ্তির সংখ্যা দুটোই কমেছে। এছাড়া এবার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণকারী স্কুলগুলোর মধ্যে তিন শতাধিক স্কুলে একটি শিক্ষার্থীও পাস করেনি।

শনিবার বেলা ১১টায় গণভবনে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের অনুলিপি তুলে দেন।

জানা গেছে, দেশের বিভিন্ন স্থানের মোট ৩০৭টি প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের কেউ পাস করেনি। সর্বোপরি কঠোর মনিটরিংয়ের কারণে চলতি বছর পাস ও জিপিএপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা কমেছে বলে দাবি করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা।

প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় এবার পাস করেছে ৯৫ দশমিক ১৮ শতাংশ শিক্ষার্থী। গত বছর প্রাথমিক সমাপনীতে পাসের হার ছিল ৯৮ দশমিক ৫১ শতাংশ।

গত ১৯ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৩১ লাখ পরীক্ষার্থী অংশ নেয়।

নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ২ : ১৫ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৭, শনিবার
এইউ