Home / চাঁদপুর / চাঁদপুর পুরাণবাজারে তুচ্ছ ঘটনায় সংর্ঘষ : আহত ৭
songhorsho
প্রতীকী ছবি

চাঁদপুর পুরাণবাজারে তুচ্ছ ঘটনায় সংর্ঘষ : আহত ৭

চাঁদুপরের প্রধান বানিজ্যিক এলাকা পুরাণবাজারে তুচ্ছ ঘটনায় সংর্ঘষে কমিউনিটি পুলিশ সদস্য, শ্রমিক, ব্যবসায়ী ও নারীসহ প্রায় ৭জন আহত হয়েছে।

মঙ্গলবার (৭ নভেম্বর) মঙ্গলবার সকালে পুরাণবাজার ট্রাকরোড়স্থ চেম্বার ভবনের সামনে এই ঘটনা ঘটে। আহতরা হলেন, কমিউনিটি পুলিশ অঞ্চল-২ এর সদস্য ও মোমফেক্টরী এলাকার মিনহাজ উদ্দিন প্রধানীয়ার ছেলে আব্দুল বারেক প্রধানীয়া (৫৫), পুরাণবাজার মৌলবী ঘাটের ব্যবসায়ী নুর মোহাম্মদ পাটওয়ারী (৫৫) ও তার স্ত্রী মর্জিনা বেগম (৪৫) এবং পুরাণবাজার ট্রাকঘাটের শ্রমিক ভুট্টু প্রমুখ। আহতদের মধ্যে কমিউনিটি পুলিশ অঞ্চল-২ এর সদস্য আব্দুল বারেক প্রধানীয়া (৫৫), নুর মোহাম্মদ পাটওয়ারী (৫৫) ও মর্জিনা বেগম (৪৫) চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে গেছে।

এলাকাবাসী জানায়, পুরাণবাজার মৌলবী ঘাটে মালামাল লোড-আনলোড করার সময় শ্রমিক ভুট্টু ও সহিদুল্লাহর বাক বিতন্ডা হয়। বাক-বিতন্ডার এক পর্যায়ে ব্যবসায়ী নুর মোহাম্মদ পাটওয়ারী শ্রমিক ভুট্টুকে চর-থাপ্পর দেয়। পরে অন্যান্য শ্রমিকরা এক হয়ে ব্যবসায়ী নুর মোহাম্মদ পাটওয়ারীর উপর হামলা চালায় এবং শ্রমিকরা কাজ বন্ধ রেখে চেম্বার ভবনের সামনে বিচারের দাবিতে বিক্ষোভ করে।

এ ঘটনার জের ধরে ট্রাকঘাটে কমিউনিটি পুলিশ অঞ্চল-২ এর সদস্য আব্দুল বারেক প্রধানীয়া দায়িত্বরত অবস্থায় ইট-পাটকেলের আঘাত ও মারধরে আহত হয়।

এ বিষয়ে আহত ব্যবসায়ী ও জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ পাটওয়ারী জানায়, মৌলবী ঘাটে শ্রমিক সহিদ উল্যাহ ও ভুট্টুর মধ্যে কথা কাটাকাটি হয়। এসময় আমি বিষয়টি জানতে ঘটনাস্থলে গেলে শ্রমিকরা আমার সাথে খারাপ আচরণ করেন। এ নিয়ে আমাদের সাথে বাক-বিতন্ডা হয়। পরবর্তিতে বাজারের ব্যবসায়ী সালাউদ্দিন মো. বাবরের নির্দেশে শ্রমিকরা আমার উপর হামলা চালায় অজ্ঞাতরা আমার বসতঘর ভাংচুর করে। তারা আমার স্ত্রীর হাত ভেঙ্গে ফেলে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

কমিউনিটি পুলিশ অঞ্চল-২ এর সদস্য আব্দুল বারেক প্রধানীয়া জানায়, আমি ট্রাকঘাটে দায়িত্ব পালন করছিলাম। এসময় নুর মোহাম্মদ পাটওয়ারীর ছেলে নজরুল, তৈয়ব আলী ও কামরুল সহ কয়েকজন আমার উপর ইট-পাটকেল নিক্ষেপ করে। এক পর্যায়ে তারা আমাকে দেশিয় অস্ত্র দিয়ে আঘাত করে।

তিনি আরো জানান, আমি এ ঘটনার কিছুই জানি না। এ বিষয়ে চাঁদপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

স্টাফ করেসপন্ডেন্ট
: আপডেট, বাংলাদেশ ১১ : ০৩ পিএম, ৭ নভেম্বর, ২০১৭ মঙ্গলবার
ডিএইচ

Leave a Reply