Home / খেলাধুলা / তামিম ইকবালের ফিফটিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ

তামিম ইকবালের ফিফটিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ

চাঁদপুর টাইমস ক্রিড়া ডেস্ক

তামিম ইকবালের অর্ধশত রানে পাকিস্তানের বিপক্ষে এগিয়ে নিয়ে যাচ্ছে বাংলাদেশকে।  ২৬ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১৬৫ রান। তামিম ইকবাল ৯০ ও মুশফিকুর রহিম ৫৫ রানে ব্যাট করছেন।

দ্রুত একটি রান নিতে গিয়ে আউট হয়ে যান সৌম্য সরকার (২০)। বোলার ওয়াহাব রিয়াজ ছুটে গিয়ে স্টাম্প ভেঙে দিলে রান আউট হন এই বাঁহাতি ব্যাটসম্যান।

২০তম ওভারের শেষ বলে আউট হন মাহমুদউল্লাহ (৫)। রাহাত আলির বলে জায়গা ছেড়ে খেলতে গিয়ে বোল্ড হয়ে যান তিনি।

বাঁহাতি স্পিনার হারিস সোহেলের বলে এক রান নিয়ে ২৪তম ওভারে অর্ধশতকে পৌঁছান তামিম। ৭৫ বলে ক্যারিয়ারের ২৯তম অর্ধশতকে পৌঁছানোর পর হারিসের বলে রিভার্স সুইপ করে বল সীমানা পার করেন তিনি।

শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নেয় বাংলাদেশ।

বাংলাদেশ দলে ফিরেছেন অলরাউন্ডার আবুল হাসান। স্বাগতিক দলে নেই মুমিনুল হক ও অভিষেকের অপেক্ষা থাকা রনি তালুকদার।

পাকিস্তান দলে অভিষেক হয়েছে সাদ নাসিম ও মোহাম্মদ রিজওয়ানের।

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের একমাত্র জয়টি এসেছিল ১৯৯৯ সালের বিশ্বকাপে। এবার ১৬ বছরের অপেক্ষার অবসান ঘটাতে চান তারা।

স্লো ওভার রেটের জন্য এক ম্যাচে নিষিদ্ধ হওয়ায় এই ম্যাচে খেলছেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তার জায়গায় দলকে নেতৃত্ব দিচ্ছেন সহ-অধিনায়ক সাকিব আল হাসান।

চাঁদপুর টাইমস-ডিএইচ/২০১৫

নিয়মিত আপনার ফেসবুকে নিউজ পেতে লাইক দিন : https://www.facebook.com/chandpurtimesonline/likes