Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / তত্ত্বাবধায়ক নয়,সংবিধান মোতাবেক নির্দিষ্ট সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে: মায়া
তত্ত্বাবধায়ক

তত্ত্বাবধায়ক নয়,সংবিধান মোতাবেক নির্দিষ্ট সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে: মায়া

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলির অন্যতম সদস্য দুই বারের সাবেক মন্ত্রী চাঁদপুরের কৃতি সন্তান মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেছেন, তত্ত্বাবধায়ক নয়,সংবিধান মোতাবেক নির্দিষ্ট সময়েই নির্বাচন অনুষ্ঠিত হইবে এতে কোন রাজনৈতিক দল নির্বাচনে না আসলে দাওয়াত দিয়ে নির্বাচনে আনার খায়েশ আমাদের নাই।

‘বিএনপি নির্বাচনে যাবে কি না, সেটা তাদের সিদ্ধান্তের ব্যাপার, গণতান্ত্রিক পদ্ধতিতে যে কোনো রাজনৈতিক দলের যে কোনো সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার আছে। আমাদের সংবিধানে যে গাইড লাইন দেওয়া আছে সেই গাইড লাইন অনুযায়ী আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সংবিধানের বাইরে যাওয়ার কোন সুযোগ নেই।’ নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে শেখ হাসিনা সরকার তাকে সহযোগিতা করবে। যারা গনতন্ত্র বিশ্বাস করে, নির্বাচনে বিশ্বাসী তারাই নির্বাচনে আসবে। তাছাড়া ক্ষমতায় যেতে হলে নির্বাচনই একমাত্র পথ।

বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর) বিকেলে তার গ্রামের বাড়ি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর আলী ভিলা মিলনায়তনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া নবীর বিক্রম বলেন, অগণতান্ত্রিক পন্থায় যাদের সৃষ্টি, তাদের মুখে এখন গণতন্ত্রের কথা বলতে বলতে ফেনা উঠে যাচ্ছে। কিন্তু তাদের মুখে গণতন্ত্রের কথা মানানসই না। বিএনপি সবসময় অগনতান্ত্রিক পন্থায় পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে যায়। তাদের সে দ্বিবা স্বপ্ন কোন দিন পুরুন হবেনা। বিএনপির সাথে জনগন নেই, তারা ‘বিএনপি দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য তাদের সন্ত্রাসী বাহিনীকে মাঠে নামিয়েছে।’ আন্দোলনের নামে বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড বরাবরের মতো জনগণের জানমালের নিরাপত্তাকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে ।

আন্দোলনের নামে কাউকে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করে জনমনে ভীতি সঞ্চার ও ক্ষতিকর কার্যকলাপ সংঘটন করতে দেওয়া হবে না উল্লেখ করে মোফঅজ্জল হোসেন চৌধুরী মায়া নবীর বিক্রম বিএনপি নেতাদের হুঁশিয়ার করে দিয়ে বলেন সন্ত্রাস নির্ভরতা ত্যাগ করে প্রকৃত গণতান্ত্রিক পথে আন্দোলন করুন।

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এখন দেশের উন্নয়ন হচ্ছে। দেশের মানুষের ভাগ্য বদলে যাচ্ছে। ২০২৩ সালের দ্বাদশ সংসতদ নির্বাচনে জনগনের ভোটে শেখ হাসিনা চতুর্থবারের প্রধানমন্ত্রী হবেন।

এসময় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম হাওলাদার,ছেংগারচর পৌর আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজ্বী মনির হোসেন বেপারী,সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ হোসেন, ছেংগারচর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ জাকির খান, উপজেলা যুবলীগের সদস্য বিশিষ্ট ব্যবসায়ী হাসান মোর্শেদ আহার চৌধুরী, উপজেলা আ’লীগের সম্মেলন প্রস্তÍুতি কমিটির সদস্য আল মাহমুদ টিটু মোল্লা, কলাকান্দা ইউপির চেয়ারম্যান আঃ ছোবহান সরকার সুভা, ছেংগারচর পৌরসভার সাবেক প্যানেল মেয়র আলহাজ্ব রুহুল আমিন মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক সিরাজুল ইসলাম ডাবলু, মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের আহবায়ক ও চাঁদপুর জেলা পরিষদের সদস্য প্রার্থী মিনহাজ উদ্দিন খান,সিনিয়র যুগ্ম-আহবায়ক তামজিদ সরকার রিয়াদ, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোঃ শামীম প্রধান, সাদুল্যাপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ মিয়া, অ্যাড.সেলিম মিয়া,উপজেলা যুবলীগের সদস্য রুবেল মিয়া বাবু,মোহনপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শাহিন চৌধুরী,উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি কামরুল ইসলাম মামুন,ছেংগারচর পৌরসভার সাবেক কমিশনার মোঃ খোকন প্রধান, ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের আহবায়ক মনির হোসেন,উপজেলা ছাত্রলীগ নেতা মেহেদী হাসান কাজল,ছেংগারচর পৌর যুবলীগ নেতা বিল্লাল মিয়াজী,বাদল ঢালী,রেজাউল করীম ডেঙ্গু,জনি সরকার,ইসমাইল, আবুল বাশার,সোহেল রানা,ছাত্রলীগ নেতা আরমান কাজী,আল-আমিনসহ উপজেলা ও ছেংগারচর পৌরসভার আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগ,স্বেচ্ছাসেবকলীগসহ বিভিন্ন সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক, ৮ সেপ্টেম্বর ২০২২