ঢামেকে একসঙ্গে ৪ সন্তান জন্ম দিলেন চাঁদপুরের সুমি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চার সন্তানের জন্ম দিয়েছেন চাঁদপুরের সুমি। দুই ছেলে ও দুই মেয়েসহ মা সুস্থ আছেন। হাসপাতাল থেকেও তাদের ওপর রাখা হচ্ছে বাড়তি নজরদারি। তবে নবজাতকদের ভবিষ্যত নিয়ে চিন্তা ভর করছে পরিবারটির ওপর। 

ঢামেক সূত্র জানিয়েছে গত ১৯ নভেম্বর দিবাগত রাতে সুমিকে হাসপাতালে নিয়ে আসার পর অধ্যাপক ডা. ফাতেমা রহমানের তত্ত্বাবধানে ভর্তি করা হয়। এরপর ২২ নভেম্বর (সোমবার) বিকাল ৩টার দিকে ঢামেকে সিজারের মাধ্যমে শিশু চারটি ভূমিষ্ঠ হয়।

বুধবার শিশুদের খালু মো. মোস্তফা কামাল অপু জানান, সুমি আক্তার ও কবির হোসেন দম্পতির বাড়ি চাঁদপুরের মতলব উপজেলায়। এখন থাকেন সাভার এলাকায়। সাত বছর বয়সী ছেলের পর দ্বিতীয় সন্তানের আগমনের খবরে পরিবারে চলছিল অন্য রকম আমেজ। সুমি ৬ মাস অন্তঃসত্ত্বা থাকাকালে পরীক্ষা-নিরীক্ষা করে জানতে পারেন- তার গর্ভে রয়েছে চার সন্তান। 

শিশুদের নানি হোসনে আরা জানান, চার নবজাতকই সুস্থ আছে। মায়ের বুকের দুধ পান করছে। পাশাপাশি শিশুদের আপন চাচিও বুকের দুধ পান করাচ্ছেন। 

নবজাতকদের চাচা কামাল হোসেন জানান, মিরপুর এলাকায় ফুটপাতে চায়ের দোকান করতেন তাদের বাবা কবির হোসেন। তবে সিটি করপোরেশনের উচ্ছেদের কারণে এখন বেকার তিনি। পরিবারের খরচও বহন করতে হচ্ছে স্বজনদের কাছ থেকে সহায়তা নিয়ে। এ কারণে সন্তানদের ভবিষ্যত নিয়ে চিন্তিত গোটা পরিবার।

ঢামেকের গাইনি বিভাগের সহকারী রেজিস্টার ডা. উম্মে আরা বেগম বলেন, এ রকম ডেলিভারির ঘটনা আমাদের এখানে খুবই কম। চার সন্তানের দুইজনের ওজন ১৫০০ গ্রাম ও দুইজনের ওজন ১৮০০ গ্রাম করে। তারা ৪ জনই সুস্থ আছে। তবে ওজন কম হওয়ায় তাদেরকে বিশেষ সেবার জন্য নবজাতক নিবিড় পরিচর্যা ইউনিটে (এনআইসিইউ) নিয়ে যেতে বলা হয়েছিল। পরে আইসিইউ সাপোর্ট লাগেনি।  

এ বিষয়ে কথা হলে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক বলেন, আমাদের এখানে সুমি নামে ওই নারীর ৪ শিশুর জন্ম হয়েছে। অভিজ্ঞ চিকিৎসক, নার্সদের দ্বারাই এটি সম্ভব হয়েছে। আমরা তাদেরকে বাড়ি ফেরার আগ পর্যন্ত সব ধরনের চিকিৎসা সেবাই দিয়ে যাব। তাদেরকে কেবিনের ব্যবস্থা করে দেওয়া হয়েছে।

স্টাফ করেসপন্ডেট

Share