Home / সারাদেশ / ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ ২০ কিলোমিটার জুড়ে ভয়াবহ যানজট!
Comilla-Dhaka-CTG-Highway-Janjot--14--05-18

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ ২০ কিলোমিটার জুড়ে ভয়াবহ যানজট!

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী এলাকায় নিয়মিত যানজট লেগেই আছে। ফেণীর নির্মানাধীন রেলওয়ে ওভারপাস এলাকা থেকে শুরু হয়ে চট্টগ্রাম অভিমুখী অন্তত ২০ কিলোমিটার এলাকায় যানবাহনের দীর্ঘ লাইনে পরিণত হচ্ছে।

যানবাহন চলাচলের বিকল্প কোন সড়ক তৈরী না করে ফেনীর রেলওয়ে ওভারপাস নির্মাণ কাজের দরুণ মহাসড়কে কয়েকদিন যাবৎ স¥রণকালের এই ভয়াবহ যানজট সৃষ্টি হয়।

স্বাভাবিকভাবে ঢাকা থেকে চট্টগ্রাম যেতে ৬ ঘন্টা সময় লাগলেও যানজটের কারনে বর্তমানে সময় লাগছে কমপক্ষে ১২ থেকে ১৫ ঘন্টা। বেড়েছে যানবাহন ভাড়াও। চারলেনের সুফল ভোগ করতে না পেরে ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রী ও চালকরা।

যানজট প্রতিদিন দীর্ঘ হয়ে ঢাকা অভিমুখী কুমিল্লার চৌদ্দগ্রাম পর্যন্ত চলে আসলেও আজ যানজট চট্টগ্রাম অভিমুখী।

প্রতিবেদক : জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা

Leave a Reply