Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে মুচলেকা দিয়ে ছাড়া পেলেন ড্রেজার মালিক
Faridganj-ফরিদগঞ্জ

ফরিদগঞ্জে মুচলেকা দিয়ে ছাড়া পেলেন ড্রেজার মালিক

চাঁদপুরের ফরিদগঞ্জে ভূমি অফিসের নাম ভাঙ্গিয়ে অবৈধ ড্রেজার মেশিন পরিচালনা করায় এক ড্রেজার মালিককে কৌশলে আটক করেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুন নাহার। পরে এলাকার গন্য-মান্য মানুষের সহযোগিতায় মুyলেকা দিয়ে ছাড়া পায় ওই ড্রেজার মালিক আব্দুর রশিদ।

১৭ জানুয়ারী সোমবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুন নাহার মোবাইল ফোনে কৌশলে খবর দিয়ে ওই ড্রেজার মালিককে আটক করেন।

জানা যায়, অভিযুক্ত ড্রেজার মালিক আব্দুর রশিদ দীর্ঘদিন যাবৎ ভূমি অফিসের নাম ভাঙ্গিয়ে উপজেলার পশ্চিম অঞ্চলে অবৈধভাবে নদী, খাল ও কৃষি জমিতে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে আসছে। ইতোপূর্বে প্রশাসনের পক্ষে থেকে তাকে একাধিকবার সতর্ক করা হয়েছে এবং ড্রেজার মেশিন ভেঙ্গেও দেওয়া হয়েছে। গত কয়েকদিন যাবৎ ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের কাটাখালী এলাকায় ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুন নাহার লোক পাঠিয়ে তাকে না পেয়ে পরে তাকে কৌশলে মোবাইল ফোনে ডেকে এনে আটক করে এবং পরে এলাকাবাসীর সহযোগিতা আব্দুর রশিদ ভবিষ্যতে এ ধরনের কাজ করবেনা বলে মুচলেকা দিয়ে ছাড়া পায়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি আজিজুন নাহার জানান, ভূমি অফিসের নাম ভাঙ্গিয়ে অভিযুক্ত আব্দুর রশিদ এলাকায় ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করায় তাকে কৌশলে ডেকে এনে আমরা আটক করেছি। পরে এলাকায়বাসীর সহযোগিতায় এবং এমন কাজ ভবিষ্যতে আর করবে না বলে মুচলেকা দিয়ে ছাড়া পায়।

 

প্রতিবেদক:শিমুল হাছান,  ১৭ জানুয়ারি ২০২২