Home / উপজেলা সংবাদ / হাইমচর / হাইমচর চরভৈরবীতে জাটকা বিক্রির মহোৎসব
জাটকা

হাইমচর চরভৈরবীতে জাটকা বিক্রির মহোৎসব

চাঁদপুরের হাইমচর উপজেলার চরভৈরবী মাছের আড়তে অবাধে জাটকা বিক্রি চলছে। হাইমচর উপজেলার ৬ নং চরভৈরবী ইউনিয়ন মাছের আড়ৎতে অসাধু আড়তদাররা জাতীয় সম্পদ ইলিশ কেনা বেচার মহোৎসব চলছে।

হাইমচর উপজেলার চরভৈরবী মাছ ঘাট ভোর থেকে রাত ৮ টা পযর্ন্ত একটানা মাছ বিক্রি হচ্ছে। এতে অসাধু জেলেরা আড়ৎদারের ছত্রছায়া ধ্বংস করছে জাতীয় সম্পদ ইলিশ। যার ফলে দেশ ইলিশ রপ্তানি থেকে বঞ্চিত হচ্ছে।

হাইমচরের চরভৈরবী আড়তে মৎস্য আড়ৎদার মোঃ রুহুল আমিন বেপারী, শহিদ আখন, মনির সর্দার, সাগর গাইন, জসিম চৌকদার, লিটন চৌকদার, মমিন দালালের আড়ৎতে ঝাটকা বিক্রি করতে দেখা গেছে।

এ ব্যাপারে হাইমচর উপজেলার নীলকমল নৌ- পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ হোসেন সরকারকে অবগত করলে তিনি জানান, আমরা নদীতে অভিযানে আছি। বিষয়টি আমি দেখতেছি।

স্থানীয় জেলে ও সাধারণ মানুষ জানান প্রতিদিন ভোরে হিজলা, বরিশাল ও সাহেবগঞ্জ থেকে ৪/৫ ট্রলারে করে ঝাটকা ইলিশ বিক্রি করার জন্য চরভৈরবী মাছ ঘাটে এনে।

তারা আরো জানান প্রতিদিন ৬/৭ হাজার মন ঝাটকা ৬০/৮০ টাকা হালিতে পাইকাররা কিনে নিয়ে পাশ্ববর্তী ফরিদগঞ্জ, রায়পুর ও লক্ষিপুর জেলার নিয়ে যায়। চরভৈরবী মাছ ঘাটে ঝাটকা বিক্রি করা বন্ধ না করলে লক্ষ লক্ষ মন ইলিশ ধ্বংস হবে।

প্রতিবেদক: বিএম ইসমাইল, ১৭ জানুয়ারি ২০২২