Home / স্বাস্থ্য / ডেঙ্গুতে চলতি বছরে ৪৩৫ জনের মৃত্যু
মৃত্যু

ডেঙ্গুতে চলতি বছরে ৪৩৫ জনের মৃত্যু

দেশে এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মশাবাহিত রোগটিতে মারা গেল ৪৩৫ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ২ হাজার ১৪৯ জন। চলতি মাসের ১৬ দিনে আক্রান্ত হয়েছে ৪০ হাজার ১৯২ জন।

বুধবার (১৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ সময়ের মধ্যে ঢাকায় ডেঙ্গু শনাক্ত হয়েছে ৮৩৪ জনের। ঢাকার বাইরে ১ হাজার ৩১৫ জন। আর গত ২৪ ঘণ্টায় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ২ হাজার ৯২ জন। এর মধ্যে ঢাকার ৮৩৬ জন ও ঢাকার বাইরে ১ হাজার ২৫৬ জন।

নতুন শনাক্তসহ চলতি বছর ডেঙ্গু আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯২ হাজার ২৪ জনে। এর মধ্যে ঢাকায় ৪৫ হাজার ২৩০ জন এবং ঢাকার বাইরে ৪৬ হাজার ৭৯৪ জন। এখন পর্যন্ত ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ৮২ হাজার ৪২৪ জন। আর হাসপাতালে ভর্তি আছে ৯ হাজার ১৬৫ জন।

সবচেয়ে বেশি রোগী পাওয়া গেছে জুলাই মাসে। গত মাসে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৪৩ হাজার ৮৫৪ জন। এ সময় ডেঙ্গুতে ২০৪ জনের মৃত্যু হয়।

২৬ আগস্ট ২০২৩
এজি