Home / স্বাস্থ্য / করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৩৪
করোনায়

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৩৪

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এদিন নতুন করে শনাক্ত হয়েছে ৩৪ জন। তারা সবাই ঢাকার। এ নিয়ে চলতি মাসের প্রথম ২১ দিনে করোনায় তিনজনের মৃত্যু হলো।

রোববার (২১ জানুয়ারি) বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪৭৪ জনের নমুনা পরীক্ষায় ৩৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকাল শনিবার ২২৩ জনের নমুুনা পরীক্ষায় ১৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছিল। গতকালের চেয়ে আজ রোববার ২১ জন বেশি শনাক্ত হয়েছেন।

দেশে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৫ দশমিক ৯২ শতাংশ। আগের দিন এই হার ছিল ৫ দশমিক ৮৩ শতাংশ। গতকালের চেয়ে আজ রোববার শনাক্তের হার দশমিক ৯ শতাংশ বেশি।

স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে এ পর্যন্ত ১ কোটি ৫৬ লাখ ৪০ হাজার ২২ জনের নমুনা পরীক্ষায় ২০ লাখ ৪৬ হাজার ৭৫৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ০৯ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৮ জন। গতকাল শনিবার সুস্থ হয়েছিলেন ১০ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৪ হাজার ১৭১ জন। আজ রোববার শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৪১ শতাংশ।

চাঁদপুর টাইমস ডেস্ক/ ২১ জানুয়ারি ২০২৪