Home / শিল্প-সাহিত্য / ডেইজী আশরাফ-এর দুটি কবিতা

ডেইজী আশরাফ-এর দুটি কবিতা

১. সার্থক জীবন

জানিনা কখন যৌবন এলো
মনেতে লেগেছে রং
বেজেছে কখন মন ঘড়িতে
ঢং ঢং ঢং।

কার হাতের ছোঁয়া পেয়ে
খুলেছে হৃদয় দ্বার
আমার পৃথিবী কে করেছে
এমন চমৎকার।

কে এমন স্বপ্ন দেখালো
যা দেখিনি কখনো আগে
যা দেখি আজ সবই বুঝি তাই
এত ভাল লাগে।

জীবন আমার সার্থক আজ
অদেখা বন্ধু এলো
স্বপন কলি ফুল হয়ে তাই
সুবাস ঢেলে দিলো।

২. সবই ভাগ্যলেখা

জীবন চলার পথে যদি

কভু আর না হয় দেখা

আঁধার পথে চলতে যদি

না পাই আলোর রেখা ।

তবে জেনো দুঃখ নেই

ভাববো তবে এ জীবনে

সবই ভাগ্য লেখা ।।

যদি আর কোনোদিন, বসন্তে

না দেখি গো ফাগুন

যদি তোমায় পেতে কামনার

না জ্বলে গো আগুন ।

তবু জেনো দুঃখ পাবো না

পথ চলবো একা
ভাববো তবে এই ছিল

আমার ভাগ্য লেখা ।।

যদি কভু কাছে এসে

হাতটি না ধরো

যদি প্রেমের আবেগ দিয়ে

হৃদয়টি না ভরো

তবুও জেনো এ জীবনে

খুঁজবো নাকো সখা

দুঃখটাকে সাথী করে

পথ চলবো একা ।।

‎Monday, ‎May ‎04, ‎2015  1:48:42 PM

এমআরআর/2015

নিয়মিত আপনার ফেসবুকে নিউজ পেতে ক্লিক করে লাইক দিন :

https://www.facebook.com/chandpurtimesonline/likes