Home / শিল্প-সাহিত্য / ডেইজী আশরাফের দুটি কবিতা
ডেইজী আশরাফের দুটি কবিতা

ডেইজী আশরাফের দুটি কবিতা

আজকের মানচিত্র

চারিদিকে কিসের আতংক
কেন এত শংকা
যেনো আজ যুদ্ধ লেগেছে
বাজছে তারি ডংকা।
এখানে দেখো ছিনতাই আর
ওখানে অ্যাকসিডেন্ট
কেউ হচ্ছে ধর্ষিতা আর
কেউ হচ্ছে প্রেগনেন্ট।
এই সমাজে মানবতা বলতে
আজ কিছু আর নাই
স্বার্থ নিয়ে কেউবা আজ
করছে মানুষ জবাই।
কেউবা পাচ্ছে মানসম্মান
কেউবা লবডংকা
মৃত্যু হচ্ছে কত প্রতিভার
বলি হচ্ছে কত আকাংখা।
এই হচ্ছে আমাদের সমাজের
আজকের মানচিত্র
ক্ষমতার কাছে সবাই বশ
সবাই তখন মিত্র।।

ভালোবাসা পেলে

ভালোবাসা পেলে আমি রাজী
কাচামরিচ, পান্তা ভাতে
শুতে পারি তোমার বুকে
থাকতে পারি ফুট পাথে ।
ভালোবাসা পেলে বুকটা কেমন
আনন্দে যাবে ভরে
সব সুখ শিউলী হয়ে
পরবে ঝরে ঝরে।
ভালোবাসা পেলে চিরতরে
আমি হয়ে যাবো তোমার
তোমার সুখে দুঃখে মিশে
হবো দু’জন একাকার।।

চাঁদপুর টাইমস : এমআরআর/২০১৫