Home / চাঁদপুর / ‘ডিস্টিক অ্যাওয়ার্ড’ পেলেন চাঁদপুরের ৪ রোটারিয়ান
ডিস্টিক অ্যাওয়ার্ড পেলেন চাঁদপুরের ৪ রোটারিয়ান

‘ডিস্টিক অ্যাওয়ার্ড’ পেলেন চাঁদপুরের ৪ রোটারিয়ান

২০১৫-১৬ রোটাবর্ষে রোটারি আন্তর্জাতিক জেলা ৩২৮২-এ প্রশংসনীয় ভূমিকা রাখায় চাঁদপুরের ৪ রোটারিয়ানকে শুক্রবার (১৭ জুন) বিকেলে শহরের কাজী নজরুল ইসলাম সড়ক রোটারী ভবনে ডিস্টিক অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

গভর্ণর এবিএম ওয়াদুদ উল্লাহ কর্তৃক রোটারি ক্লাব অব চাঁদপুর-এর ২২শ’ তম বিশেষ সাপ্তাহিক সভায় গর্ভনরের পক্ষে এই অ্যাওয়ার্ড তুলে দেন ডেপুটি গভর্ণর রোটারিয়ান পিএজি প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন।

‘ডিস্টিক অ্যাওয়ার্ড’ প্রাপ্তরা হলেন, বেস্ট কনসালটেটিভ এইড হিসেবে রোটারিয়ান পিপি ডা. এমএ গফুর, অ্যাড. এবিএম মনোয়ার উল্লাহ, বেস্ট অ্যাসিস্টেন্ট গভর্ণর হিসেবে রোটরিয়ান পিপি প্রফেসর জাকির হোসেন।

এছাড়াও এবছর সারাদেশে রোটারী জেলার শ্রেষ্ঠ ডেপুটি গভর্র্ণর নির্বাচিত হওয়ায় রোটারিয়ান পিএজি প্রকৌশলী মো. দেলোয়ার হোসেনকে গভর্র্ণর কতৃক অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

গভর্ণরের পক্ষ থেকে অ্যাওয়ার্ড তুলে দেন সাবেক অ্যাসিস্টেন্ট গভর্ণর রোটারিয়ান কাজী শাহাদাতসহ ক্লাবের অন্যান্যরা।

এসময় ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

ডিস্টিক অ্যাওয়ার্ড পেলেন চাঁদপুরের ৪ রোটারিয়ান

About The Author

প্রতিবেদক- আশিক বিন রহিম

Leave a Reply