তফসিলের অপেক্ষায় জেলা নির্বাচন অফিস
চাঁদপুরের মেয়াদোত্তীর্ণ ৬ পৌরসভার নির্বাচন ডিসেম্বরে অনুষ্ঠিত হচ্ছে বলে চাঁদপুর টাইমসকে জানিয়েছেন জেলা নির্বাচন অফিস। চলতি নভেম্বরের শেষ সপ্তাহে নির্বাচন কমিশন (ইসি) দেশের ২৪৫টি পৌরসভার তফসিল ঘোষণা করবে বলে ধারণা করা হচ্ছে।
ইসির তফসিলের প্রথম ধাপের নির্বাচনে মতলব, হাজীগঞ্জ, শাহরাস্তি, কচুয়া, ছেঙ্গারচর ও ফরিদগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভবনা বেশি বলে জেলা নির্বাচন কর্মকর্তা আতাউর রহমান চাঁদপুর টাইমসকে জানিয়েছেন।
এদিকে মেয়াদোত্তীর্ণ ৬ পৌরসভার মাঝে কেবল শাহরাস্তি পৌরসভার সীমানাগত জটিলতা থাকায় নির্বাচন অনুষ্ঠিত হবে কি-না তা নিয়ে স্থানীয় প্রার্থী ও ভোটাররা উৎকণ্ঠায় রয়েছেন। স্থানীয় সরকার মন্ত্রণালয় দ্রুত সমস্যার নিষ্পত্তি না করলে শাহরাস্তি পৌর নির্বাচন পিছিয়ে যাওয়ার আভাস পাওয়া গেছে। তবে জেলা নির্বাচন অফিস যথাসময়ে ৬টি পৌরসভার নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি শুরু করে দিয়েছে।
অপরদিকে এবারের নির্বাচনে দলীয় প্রতীকে অংশগ্রহণের বিধান থাকায় পৌর এলাকায় রাজনৈতিক নয়া সমীকরণ শুরু হয়েছে। দলীয়ভাবে প্রার্থী হতে শীর্ষ পর্যায়ের নেতাদের কাছে ধর্ণা দিচ্ছেন প্রার্থীরা। কেউ কেউ সমাজসেবক কিংবা দানবীর হিসেবে নিজেকে জানান দিতে লিফলেট কিংবা পোস্টার ও দেয়াল লিখন শুরু করে দিয়েছে।
প্রার্থীদের অনেকেই আবার ভোটারদের দৃষ্টি আকর্ষণ করতে দোয়া চেয়ে গণসংযোগ শুরু করে দিয়েছেন। তবে বিদ্রোহী প্রার্থী হওয়ার সুযোগ না থাকায় সম্ভাব্য প্রার্থীরা স্বতন্ত্র প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে মাঠ পর্যায়ে প্রার্থীদের ঘনিষ্টজনরা জানিয়েছেন।
বর্তমানে মেয়াদোত্তীর্ণ ৬ পৌরসভার মাঝে ৫টিতে মেয়র পদে রয়েছেন বিএনপি সমর্থিতরা। তারা হলেন- শাহরাস্তি পৌরসভায় মোস্তফা কামাল, হাজীগঞ্জে আলহাজ্ব আব্দুল মান্নান খান বাচ্চু, কচুয়ায় হুমায়ুন কবির প্রধান, ফরিদগঞ্জে মঞ্জিল হোসেন ও মতলবে এনামুল হক বাদল। একমাত্র ছেঙ্গারচরে পৌর মেয়র হিসেবে রয়েছেন আ’লীগ নেতা রফিকুল ইসলাম জর্জ।
আওয়ামীলীগ এবারের নির্বাচনে নিজেদের শতভাগ বিজয় নিশ্চিত করতে একক প্রার্থী প্রদানের জন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। অপরদিকে বিএনপি কেন্দ্রের নির্দেশনার অপেক্ষায় রয়েছে বলে দলটির শীর্ষ পর্যায় থেকে জানা গেছে। তবে তাদের অবস্থান ধরে রাখতে মেয়র পদে তেমন পরিবর্তনের কথা চিন্তা-ভাবনা করছে না বলে জানা গেছে।
তবে যারা গত নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হয়ে বিজয় নিশ্চিত করেছে তাদের এবার একক প্রার্থী ঘোষণা করতে পারে বিএনপি। তাছাড়া বাকি প্রার্থীদের জনপ্রিয়তার মাপকাঠি দেখেই চিন্তা- ভাবনা করা হবে। তবে দলটি মাঠ পর্যায়ে ভোটারদের প্রত্যাশার কথা মাথায় রেখেই তাদের সম্ভাব্য প্রার্থীদের সবুজ সংকেত প্রদান করবে।
চাঁদপুরের ৬টি মেয়াদোত্তীর্ণ পৌর নির্বাচন প্রসঙ্গে জেলা নির্বাচন অফিসার আতাউর রহমান চাঁদপুর টাইমসকে জানান, আমরা নির্বাচন অনুষ্ঠানে পুরোপুুরি প্রস্তুত। তফসিল ঘোষণা হলে আমরা প্রার্র্থীদের মাঝে মনোনয়নপত্র বিতরণ শুরু করবে। তাছাড়া দলীয় প্রতীকে নির্বাচনের ক্ষেত্রে কি নির্দেশনা আছে তা দেখেই আমরা প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করবো।
তবে এ জেলা কর্মকর্তা জানান, কেন্দ্রসহ অন্যান্য ক্ষেত্রে তেমন কোন পরিবর্তন হবে না। আগে যেসব কেন্দ্র আছে সেসব কেন্দ্রেই নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে হালনাগাদ (চলমান) ভোটার তালিকা প্রকাশ না হওয়া পর্যন্ত তারা ভোট দিতে পারবেন না।
রেজাউল করিম
আপডেট: ০৬:৩০ পিএম, ১০ নভেম্বর ২০১৫, মঙ্গলবার
ডিএইচ