Home / চাঁদপুর / ব্রাহ্মণবাড়িয়ার ট্রেন দুর্ঘটনায় নিহত চাঁদপুরের ৪ পরিবারকে সহায়তা
Rail accident

ব্রাহ্মণবাড়িয়ার ট্রেন দুর্ঘটনায় নিহত চাঁদপুরের ৪ পরিবারকে সহায়তা

দুর্ঘটনায় কেউ নিহত হলে সেই ক্ষতি পুষিয়ে দেয়ার মতো নয় উল্লেখ করে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, রেলের কারণে যেসব দুর্ঘটনা ঘটে, তার দায়িত্ব বিভাগের, তবে রেললাইনে মোবাইল ফোনে কথা বলে নিহত হলে কিংবা ক্রসিং না মেনে দুর্ঘটনা ঘটলে সেই দায়িত্ব রেলের নয়।

৮ মার্চ রোববার দুপুরে রাজধানীর রেল ভবনে ২০১৯ সালে ব্রাহ্মণবাড়িয়ার মন্দবাগ রেলস্টেশনে ট্রেন দুর্ঘটনায় নিহত ১৩ জনের পরিবারকে এক লাখ টাকা চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি জানান, সহায়তাপ্রাপ্তদের আটজন হবিগঞ্জের, চারজন চাঁদপুরের ও একজন নোয়াখালীর। হবিগঞ্জের তিনজনের কোনো ওয়ারিশ আসেননি চেক নিতে। তাদের চেক হবিগঞ্জের জেলা প্রশাসকের কাছে দেয়া হবে।

ওয়ারিশ নিয়ে জটিলতার কারণে ১৭ জনের মধ্যে চারজনের পরিবারকে চেক দেয়া হয়নি। জটিলতা কাটলে তাদের চেক দেয়া হবে বলেও জানান মন্ত্রী। মন্দবাগের ওই দুর্ঘটনায় ১৭ জন নিহত ও ৫৪ জন আহত হন।

মন্ত্রী বলেন, কেউ নিহত হলে অর্থ দিয়ে ক্ষতি পোষানো যায় না। প্রাণ গেলে কারো প্রাণ দেয়া যায় না। প্রধানমন্ত্রীর নির্দেশে মন্দবাগ ট্রেন দুর্ঘটনার সময় নিহত ও আহতদের তাৎক্ষণিক আর্থিক সহযোগিতা করা হয়েছে।

রেলমন্ত্রী বলেন, রেলের কারণে যেসব দুর্ঘটনা ঘটে, সেই দায়িত্ব এ বিভাগের। কুলাউড়ার দুর্ঘটনার দায়িত্ব আমরা নিয়েছি। নিহত ও আহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছি। মন্দভাগ ও বঙ্গবন্ধু সেতুর পশ্চিম প্রান্তে দুর্ঘটনার দায়িত্বও আমরা নিয়েছি। রেলের কারণে যেসব দুর্ঘটনা, আমরা সবসময় সেই দায়িত্ব নিই। তবে কেউ রেললাইনে মোবাইল ফোনে কথা বলে নিহত হলে কিংবা ক্রসিং না মেনে দুর্ঘটনা ঘটলে সেই দায়িত্ব রেলের নয়।

ঢাকা ব্যুরো চীফ,৮ মার্চ ২০২০