Saturday, 18 April, 2015 04:28:55 PM
জামালপুর প্রতিনিধি :
জামালপুরে ট্রেনযাত্রী নারীকে উত্ত্যক্ত করায় দু’জনকে আটক করেছে রেলওয়ে থানা পুলিশ। তারাকান্দি থেকে ছেড়ে আসা ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ট্রেনে মাতাল অবস্থায় শনিবার সকালে তাদের আটক করা হয়।
আটকরা হলেন— পৌর এলাকার গেইটপাড় ফুলবাড়িয়া গ্রামের সালাউদ্দিনের ছেলে রাসেল (৩০) ও একই এলাকার জুয়েল মিয়ার ছেলে মিরাজ (৩০)।
জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সাত্তার জানান, যমুনা এক্সপ্রেস ট্রেনে মাতাল অবস্থায় নারী যাত্রীকে উত্ত্যক্ত করেন ফুলবাড়িয়া গ্রামের রাসেল ও একই এলাকার মিরাজ। পরে ওই নারীর চিৎকারে রেলওয়ে পুলিশ তাদের আটক করে। এ ব্যাপারে রেলওয়ে থানায় মামলা হয়েছে।
চাঁদপুর টাইমস : এমআরআর/2015
নিয়মিত আপনার ফেসবুকে নিউজ পেতে লাইক দিন : https://www.facebook.com/chandpurtimesonline/likes
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur