Home / জাতীয় / বর্ষবরণে যৌন নিপীড়ন তদন্তে ডিএমপির কমিটি

বর্ষবরণে যৌন নিপীড়ন তদন্তে ডিএমপির কমিটি

‎Saturday, ‎18 ‎April, ‎2015 04:35:48 PM

স্টাফ করেসপন্ডেন্ট :

বাংলা বর্ষবরণের অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে কয়েকজন নারীর ওপর যৌন নিপীড়নের ঘটনা তদন্তে দুটি কমিটি গঠন করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শুক্রবার বিকেলে ডিএমপি কমিশনারের অফিসে এ কমিটি গঠন করা হয়।

শনিবার দুপুর সাড়ে ১২টায় ডিএমপির মুখপাত্র মনিরুল ইসলাম নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

যুগ্ম-কমিশনার (ডিবি) বলেন, নারী লাঞ্ছনার বিষয়টি তদন্ত করবে একটি কমিটি। অন্য কমিটি পুলিশের ভূমিকা ও দায়দায়িত্ব খতিয়ে দেখবে। এছাড়াও সিসি ক্যামেরায় ধারণ করা ভিডিও ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে।

তিনি জানান, লাঞ্ছনাকারী কাউকে এখনো শনাক্ত করা যায়নি। লাঞ্ছনার শিকার কোনো নারীকে খুঁজে পাওয়া যায়নি।

ডিএমপির মুখপাত্র আরও বলেন, ওই দিনের ঘটনার শিকার নারীদের পুলিশের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। এক্ষেত্রে তাদের পরিচয় গোপন রাখা হবে।

ঘটনার প্রত্যক্ষদর্শীদেরও সহায়তা চেয়েছেন তিনি।

চাঁদপুর টাইমস : এমআরআর/2015

নিয়মিত আপনার ফেসবুকে নিউজ পেতে লাইক দিন : https://www.facebook.com/chandpurtimesonline/likes