Home / চাঁদপুর / ট্রাক্টর রাস্তায় চলাচল করলে ব্যবস্থা নেয়া হবে হবে : জেলা প্রশাসক
Mazedur Rahman Khan..
চাঁদপুর জেলা প্রশাক মো. মাজেদুর রহমান খান (ফাইল ছবি)

ট্রাক্টর রাস্তায় চলাচল করলে ব্যবস্থা নেয়া হবে হবে : জেলা প্রশাসক

চাঁদপুর জেলা আইন শৃঙ্খলা কমিটি সভা রোববার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান।

তিনি বক্তব্যে বলেন, আমাদের একটি গ্রাউন্ড প্রয়োজন। শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে। সড়ক দুঘর্টনা কমছে না। তা কমিয়ে আনতে যা করণীয় সেগুলো করতে হবে। শহরে ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে অভিযান করা হয়েছে। নিয়মিত এ ধরনেরর অভিযান করতে হবে। এছাড়া রাস্তার উপর ভ্যানগাড়ি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। গ্রাম আদালতের কার্যক্রম আরো জোরদার করতে হবে। ট্রাক্টর রাস্তায় চলাচলের জন্য তৈরি হয়নি। তাই ট্রাক্টরের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানের পরিচালনায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো. জিহদুল করিম বিপিএম, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারী,

স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শহীদ পাটওয়ারী, জেলা আইনজীবী সমিতির সভাপতি আলহাজ্ব অ্যাড. শেখ জহিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলিমা আফরোজ প্রমুখ।

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট
১০ ফেব্রুয়ারি, ২০১৯