Home / খেলাধুলা / টি-টোয়েন্টিতে ৫০০ উইকেটের ক্লাবে প্রথম ব্রাভো
টি-টোয়েন্টিতে

টি-টোয়েন্টিতে ৫০০ উইকেটের ক্লাবে প্রথম ব্রাভো

টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম বোলার হিসেবে ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন ক্যারিবীয় অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সেন্ট লুসিয়া জুকসের ব্যাটসম্যান রাকিম কর্নওয়ালের উইকেট নিয়ে টি-টোয়েন্টিতে ৫০০তম উইকেটের মাইলফলকে পৌঁছে যান ব্রাভো।

টি-টোয়েন্টি এমনিতেই স্বল্পদৈর্ঘ্যের ফরমেট, কজনই বা পারেন এই রেকর্ড গড়তে? কিন্তু এই অসাধ্য সাধন করেছেন ব্রাভো। টি টোয়েন্টি ইতিহাসের পাতায় বড় একটা জায়গা করে নিলেন এই ক্যারিবিয় বোলার। প্রথম বোলার হিসেবে এই ফরমেটে ৫০০ উইকেটের মালিক হলেন তিনি।

এই তালিকায় ব্রাভোর কাছাকাছিও কেউ নেই। টি-টোয়েন্টি ক্রিকেটে আর কোনো বোলার এখনো ৪০০ উইকেটের দেখা পাননি। ৩৯০ উইকেট নিয়ে দ্বিতীয় অবস্থানে শ্রীলঙ্কার পেসার লাসিথ মালিঙ্গা। আর ৩৮৩ উইকেট নিয়ে তৃতীয় অবস্থানে আছেন ব্রাভোর আরেক স্বদেশী সুনীল নারাইন।

এর আগে ৩০০ এবং ৪০০ উইকেটের মাইলফলকেও প্রথম বোলার হিসেবে ঢুকেছিলেন ডোয়াইন ব্রাভো।

টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ খেলা বোলারও ব্রাভো। ৪৫৮ ম্যাচ খেলেছেন এখন পর্যন্ত। ৫০৪ ম্যাচ খেলে এই তালিকায় শীর্ষে আছেন আরেক ক্যারিবিয়ান কাইরন পোলার্ড।

বার্তাকক্ষ, ৩১ জানুয়ারি, ২০২১;