Home / চাঁদপুর / চাঁদপুর মেডিকেল কলেজ শিক্ষার্থী-নার্সদের টিকা দেয়া শুরু
tika

চাঁদপুর মেডিকেল কলেজ শিক্ষার্থী-নার্সদের টিকা দেয়া শুরু

চাঁদপুরে দ্বিতীয় ধাপে এসে পৌঁছল চীনের সিনোফার্মের করোনাভাইরাসের ভ্যাকসিন। এ ধাপে এসেছে ৯ হাজার ৬শ ডোজ ভ্যাকসিন। যা দিয়ে প্রথম এবং দ্বিতীয় ডোজ দেয়া যাবে ৪ হাজার ৮ শ জনকে। আজ থেকে এ ভ্যাকসিন দেয়া শুরু হবে।

১৮ জুন শুক্রবার ইপিআই ভবনের প্রতিনিধিদের কাছ থেকে টিকা গ্রহণ করেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ও ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আশরাফ আহমেদ চৌধুরী।

এ সময় চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাক্তার ইছারুল্লাহ সহ অন্যান্য চিকিৎসক ও স্বস্থ্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রথমে টিকা দেয়া হচ্ছে চাঁদপুর মেডিকেল কলেজ শিক্ষার্থী ও নার্সদের । আজ ১৯ জুন সকাল সাড়ে ৯ টায় তাদের টিকা প্রদান কার্যক্রম শুরু করা হয়েছে বলে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় সুত্রে এ তথ্য জানানো হয়েছে।

অনেক শিক্ষার্থী শ্রেণিকার্যক্রম বন্ধ থাকায় কতজন টিকা গ্রহণ করতে পেরেছে তা আপাতত বলা যাচ্ছে না । এরপর পাবেন অন্যরা। এ তথ্য বলেছেন জেলা সিভিল সার্জন ডা.মো.সাখাওয়াত উল্যাহ।

আবদুল গনি, ১৯ জুন ২০২১