মতলব দক্ষিণ ব্যুরো: মতলব-নায়েরগাঁও রোডে সড়ক দুর্ঘটনায় মোঃ নুরুল ইসলাম (৪৫) নামক যুবক আহত হয়েছে।
সে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার পাগলা বউবাজার গ্রামের আবদুল করিমের ছেলে।
রোববার (৬ আগস্ট) সকালে মতলব-নায়েগাঁও সড়কের নাগদা এলাকায় সিএনজি (অটোরিক্সা) সাথে এ দুর্ঘটনা ঘটে।
প্রতক্ষ্যদর্শীরা জানায়, যাত্রী নিয়ে সিএনজি যোগে নায়েরগাঁও থেকে চাঁদপুর যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি স্কুটার উল্টে যায়। এতে যাত্রী নুরুল ইসলাম আহত হয়। সাথে সাথে তাকে স্থানীয় একটি ফার্মেসীতে প্রাথমিক চিকিৎসা সেবা শেষে চাঁদপুর হাসপাতালে প্রেরণ করে।
আহত নুরুল ইসলাম জানান, তিনি চাঁদপুরে তার এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হন।
প্রতিবেদক- মাহফুজ মল্লিক
: আপডেট, বাংলাদেশ ৩: ০০ পিএম, ৬ আগস্ট ২০১৭, রোববার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur