Home / চাঁদপুর / চাঁদপুর পৌর তফসিল ঘোষণার পূর্বেই জেলা নির্বাচন কর্মকর্তা বদলী
জেলা নির্বাচন কর্মকর্তা

চাঁদপুর পৌর তফসিল ঘোষণার পূর্বেই জেলা নির্বাচন কর্মকর্তা বদলী

চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা মো. হেলাল উদ্দিনকে ঢাকায় বদলি করা হয়েছে। ১০ আগস্ট সোমবার রাতে তিনি নিজে তার বদলীর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, ১১ আগস্ট মঙ্গলবার তিনি চাঁদপুর ত্যাগ করবেন। তাঁর স্থলে যোগদান করছেন ঢাকা থেকে আসা মো. তোফায়েল আহমেদ।

চাঁদপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বদলী হলেন ওই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা এই কর্মকর্তা।

এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, সরকারি চাকুরি আমাদের। যখন যেখানে বদলীর আদেশ হয় সেখানেই দায়িত্ব পালনের জন্য আমাদের প্রস্তুত থাকতে হয়।

চাঁদপুরে দায়িত্ব পালনকালে সাংবাদিকসহ সকলের সহযোগিতার কথা কৃতজ্ঞতার সাথে স্বীকার করেন হেলাল উদ্দিন। তিনি বলেন, আমি এই জেলায় দায়িত্ব পালনকালে সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা পেয়েছি।

এদিকে চাঁদপুর পৌরসভা নির্বাচনের তফসিল আগামী ২৩ বা ২৪ আগস্ট ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)।

এর আগে বিএনপি প্রার্থী মারা যাওয়ার কারণে এ পৌরসভার নির্বাচন স্থগিত হয়।

১০ আগস্ট সোমবার কমিশনের ৬৭তম সভা শেষে এ কথা জানান নির্বাচন কমিশন সচিব মো. আলমগীর।

তিনি বলেন, যে প্রার্থী মারা গেছেন শুধু সেই পদের জন্য মনোনয়ন দেয়া হবে। আমরা ২৩ ও ২৪ আগস্ট কমিশন বৈঠক করব। এই দুদিনের যেকোনো একদিন চাঁদপুর পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

স্টাফ করেসপন্ডেন্ট, ১১ আগস্ট ২০২০