Home / চাঁদপুর / জেলা তথ্য অফিসের মহান বিজয় দিবসের পোস্টার বিতরণ
poster-...

জেলা তথ্য অফিসের মহান বিজয় দিবসের পোস্টার বিতরণ

চাঁদপুর জেলা তথ্য অফিস ২০২০ সালের আগামি ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের পোস্টার বিতরণ এর উদ্যোগ গ্রহণ করেছে।
তথ্য মন্ত্রণালয়ের মুদ্রণে ও চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের গণযোগাযোগ বিভাগ কর্তৃক প্রেরিত চাঁদপুর জেলা তথ্য অফিস ২০২০ মহান বিজয় দিবস উপলক্ষে জাতির জনক শেখ মুজিবুর রহমানের হাস্যেজ্জ¦ল ছবি সম্বলিত পোস্টটি বিতরণ করবে।

পোস্টারটিতে বঙ্গবন্ধু একটি যথার্থ উক্তি , মুজিববর্ষ ও সরকারি লগো রয়েছে । উক্তি টি হলো-‘যে জাতি রক্ত দিয়ে স্বাধীনতা এনেছে সে জাতি কারো কাছে মাথা নত করতে পারে না।’

জেলা তথ্য অফিসার মো.নুরুল হক তথ্য ২৬ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে বলেন,‘ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে তথ্য মন্ত্রণালয় কর্তৃক মুদ্রিত ৬শ পোস্টার চাঁদপুরের জন্য বরাদ্দ দেয়া হয়েছে । অধিদপ্তরের নির্দেশনা মতে, জেলা প্রশাসন,উপজেলা প্রশাসন,পৌর প্রশাসনকে আলাদাভাবে অধিদপ্তর থেকে বরাদ্দ দেয়া হয়েছে।’

এছাড়াও প্রত্যেকটি ইউনিয়নে ও জেলার প্রত্যেকটি স্কুল,কলেজ,মাদ্রাসা ও সরকারি প্রাথমিক বিদ্যালয়েসহ সংশ্লিষ্ট দপ্তরে পোস্টার বিতরণ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আগামি ২৯ নভেম্বর রোববার থেকে এর পোস্টার বিতরণ এর কাজ শুরু হবে।’

২৬ নভেম্বর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মহান বিজয় দিবস ২০২০ উপলক্ষে জেলা সমন্বয় কমিটির জুম এ্যাপসে এক সভা অনুষ্ঠিত হয় । উক্ত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মজিবুর রহমান। এছাড়াও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সরকারি নির্দেশ মোতাবেক এবার মহান বিজয় দিবস সংক্ষিপ্ত পরিসরে উদযাপন করার নির্দেশনা দেয়া হয়েছে বলে জানা যায় ।এছাড়াও সকল সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন,শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা উড্ডয়নসহ আরো বেশ কয়েকটি কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানা যায়। করোনার কারণে স্টেডিয়ামে অতীতের মত খোলামেলা কর্মসূচি নেয়া হয়নি ।

আবদুল গনি , ২৭ নভেম্বর ২০২০