Home / জাতীয় / জিয়াউর রহমানের ৮৩তম জন্মদিন আজ
জিয়াউর রহমানের ৮৩তম জন্মদিন আজ

জিয়াউর রহমানের ৮৩তম জন্মদিন আজ

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৩তম জন্মদিন আজ। ১৯৩৬ সালের এই দিনে বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন তিনি।

জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বাণী দিয়েছেন। দিবসটি উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে দুই দিনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

আজ ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিএনপি ও অঙ্গ সংগঠনের কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন, শেরেবাংলা নগরে জিয়ার মাজারে দলের নেতাকর্মীদের ফাতেহা পাঠ ও পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে।

কেন্দ্রের পাশাপাশি সারা দেশের জেলা, মহানগর, উপজেলা, থানা, পৌরসভাসহ বিভিন্ন ইউনিটে জিয়াউর রহমানের ৮৩তম জন্মবার্ষিকী উদযাপন করা হবে। জন্মদিন উপলক্ষে পোস্টার ও ক্রোড়পত্র প্রকাশ করা হয়েছে।

মুক্তিযুদ্ধের পর জিয়াউর রহমান ১৯৭৭ সালের ২১ এপ্রিল বাংলাদেশের রাষ্ট্রপতি হন এবং ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেন। তিনি চার বছর বাংলাদেশ শাসন করার পর ১৯৮১ সালের ৩০ মে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে নিহত হন।

বার্তা কক্ষ
১৯ জানুয়ারি,২০১৯